প্রবাসীদের অধিকার আদায়ে সচেতনতা অত্যন্ত জরুরি: ফয়েজ আহমদ তৈয়্যব

অনলাইন ডেস্ক
প্রকাশ: ০১ মে ২০২৫, ২১:৪৫

প্রবাসীদের অধিকার আদায়ে সচেতনতা সময়ের দাবি বলে মন্তব্য করেছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব। তিনি বলেন, "সরকার প্রবাসীদের জন্য আন্তরিকভাবে কাজ করছে, বিভিন্ন সুযোগ-সুবিধা তৈরি করা হয়েছে। কিন্তু এসব সুবিধা গ্রহণে প্রবাসী ও তাদের পরিবারের মধ্যে সচেতনতার ঘাটতি রয়েছে। তাই নিজ অধিকার সম্পর্কে জানা ও তা আদায়ে সোচ্চার হওয়া এখন জরুরি।"
বুধবার (১ মে) কুমিল্লার লাকসামে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। এ সময় এসএসসি ও এইচএসসি পর্যায়ের শিক্ষার্থীদের মধ্যে শিক্ষাবৃত্তি, প্রবাসে মৃতদের পরিবারের মাঝে আর্থিক অনুদান, ক্ষতিপূরণ এবং জীবন বীমার চেক বিতরণ করা হয়।
ফয়েজ আহমদ তৈয়্যব আরও বলেন, "নাগরিকদের সব তথ্য এখন ডিজিটাল হচ্ছে। জন্মতারিখ, নাম, নামের বানান—সব কিছু যেন প্রতিটি জায়গায় এক হয়, সেদিকে খেয়াল রাখতে হবে। এ ধরনের অসামঞ্জস্য ভবিষ্যতে জটিল পরিস্থিতি তৈরি করতে পারে, যার সমাধান সহজ নাও হতে পারে। তাই এখন থেকেই সচেতন হওয়া প্রয়োজন।"
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যের পাশাপাশি অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ড. বদিউল আলম মজুমদার। তিনি বলেন, "অন্যকে সম্মান দিন, নিজেকে জাহির না করে কী রেখে যাচ্ছেন তা মনে রাখুন। তাহলেই আপনি সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে পারবেন।"
তিনি লাকসাম উপজেলার গণউদ্যোগ বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজকে জেলার অন্যতম সেরা শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে উল্লেখ করেন এবং পরে পাশ্ববর্তী খিলা আজিজ উল্লা উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেন। এ সময় তিনি উভয় স্কুলের প্রধান শিক্ষকের হাতে ল্যাপটপ ও খেলার সামগ্রী তুলে দেন।
অনুষ্ঠানে লাকসাম, নাঙ্গলকোট এবং মনোহরগঞ্জ উপজেলার প্রবাসী পরিবার ও শিক্ষার্থীদের মাঝে মোট এক কোটি ১৪ লাখ টাকার অনুদান বিতরণ করা হয়। এর মধ্যে প্রবাসে মৃত্যুবরণকারীদের পরিবারের মাঝে প্রতি জনে ৩ লাখ টাকা করে মোট ১৮ লাখ টাকা, জীবন বীমা বাবদ তিনজনকে ২৪ লাখ টাকা এবং ক্ষতিপূরণ বাবদ ৭২ লাখ ১৪ হাজার ৫৫৩ টাকা প্রদান করা হয়।
এছাড়া এসএসসি পর্যায়ের শিক্ষার্থীদের ৫ লাখ ৭৭ হাজার টাকা এবং এইচএসসি পর্যায়ের শিক্ষার্থীদের মাঝে ৩ লাখ ৬ হাজার টাকা বৃত্তি প্রদান করা হয়।
ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালক ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়ার সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা।