Logo
×

Follow Us

দেশের খবর

উত্তরায় যুদ্ধবিমান বিধ্বস্ত, অর্ধশতাধিক আশঙ্কাজনকভাবে দগ্ধ

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২১ জুলাই ২০২৫, ১৬:৫৩

উত্তরায় যুদ্ধবিমান বিধ্বস্ত, অর্ধশতাধিক আশঙ্কাজনকভাবে দগ্ধ

ঢাকার উত্তরা দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ সংলগ্ন ভবনে একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে নারী শিশুসহ অন্তত ২৭ জন দগ্ধ হয়েছেন, যাদের অধিকাংশই শিক্ষার্থী বলে নিশ্চিত করেছেন চিকিৎসকরা। বর্তমানে দগ্ধদের জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ইনস্টিটিউটটির আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, সোমবার দুপুর আড়াইটার দিকে দগ্ধদের হাসপাতালে আনা হয়।দগ্ধদের মধ্যে বেশিরভাগই তরুণ শিক্ষার্থী। তাদের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। এখনো আহতদের হাসপাতালে নিয়ে আসা হচ্ছে এবং জরুরি বিভাগের একটি বিশেষ চিকিৎসক দল চিকিৎসা প্রদান করছেন,” বলেন তিনি।

সশস্ত্র বাহিনীর জনসংযোগ দপ্তর (আইএসপিআর) এক বিবৃতিতে জানায়, সোমবার দুপুর ১টা মিনিটে বিমানটি উড্ডয়ন করে। উড্ডয়নের কিছুক্ষণ পরেই, আনুমানিক ১টা ৩০ মিনিটে, সেটি বিধ্বস্ত হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ বিকট শব্দ শোনা যায় এবং সাথে সাথেই একটি ভবনে আগুন ধরে যায়। সংশ্লিষ্ট ভবনটির নামহায়দার হল’, যা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের অংশ। স্থানীয় বাসিন্দারা শিক্ষার্থীরা জানান, বিস্ফোরণের পর চারপাশে আহতদের দেহ ছড়িয়ে-ছিটিয়ে থাকতে দেখা যায়। আশপাশের হাসপাতালগুলোতে তাৎক্ষণিকভাবে আহতদের পাঠানো হয়।

মাইলস্টোন কলেজের একাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের ছাত্র হাবিবুর রহমান জানান, “আমি ক্লাস শেষ করে বের হচ্ছিলাম, তখন দেখি ক্যান্টিনের সামনে হঠাৎ বিস্ফোরণ ঘটে এবং আগুন ছড়িয়ে পড়ে।

এই দুর্ঘটনার পর এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং আগুন নেভাতে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট কাজ শুরু করে। ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে।

Logo