প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় হাতেনাতে ধরা হারুন

অনলাইন ডেস্ক
প্রকাশ: ০২ আগস্ট ২০২৫, ১৩:৫৩

যশোর সদর উপজেলার শাখারীগাতি গ্রামে প্রবাসীর স্ত্রীর ঘরে অনুপ্রবেশ করে আপত্তিকর অবস্থায় ধরা পড়েছেন হারুন অর রশিদ খান (৩৫) নামে এক যুবক। পরে উত্তেজিত জনতা তাকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দেয়।
বৃহস্পতিবার (৩১ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। পরদিন শুক্রবার (১ আগস্ট) হারুনকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।
আটক হারুন খান শাখারীগাতি গ্রামের পূর্বপাড়ার বাসিন্দা ও মৃত ইসহাক খানের ছেলে। তিনি শাখারীগাতি এমএল মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সদস্য বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ৩১ জুলাই রাতে হারুন খান স্থানীয় এক প্রবাসীর স্ত্রীর ঘরে প্রবেশ করেন। সন্দেহ হলে আশপাশের লোকজন সেখানে গিয়ে তাকে আপত্তিকর অবস্থায় হাতেনাতে ধরে ফেলেন। পরে ক্ষুব্ধ জনতা তাকে মারধর করে।
খবর পেয়ে নরেন্দ্রপুর পুলিশ ক্যাম্পের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং হারুনকে আটক করে থানায় নিয়ে যান।
নরেন্দ্রপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই কবির হোসেন বলেন, “স্থানীয়রা তাকে ধরে মারধর করে পুলিশের কাছে সোপর্দ করে। ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকলেও আইনানুগ প্রক্রিয়ায় হারুনকে আদালতে পাঠানো হয়েছে।”