বাংলাদেশি আন্টিদের প্রতি কৃতজ্ঞতা জানালেন জোহরান মামদানি

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২৬ জুন ২০২৫, ২০:৫৪

ডেমোক্রেটিক পার্টির তরুণ রাজনীতিক জোহরান মামদানি
ইতিহাস গড়ে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির
মেয়র পদের লড়াইয়ের জন্য প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছেন ডেমোক্রেটিক পার্টির তরুণ রাজনীতিক
জোহরান মামদানি। নির্বাচনে বিজয়ী হয়েই তিনি ধন্যবাদ জানান নিউইয়র্কের বাংলাদেশি নারীদের।
তার বিজয়ী বক্তব্যে ফুটে উঠে বাংলাদেশি নারীদের প্রতি তার আন্তরিক কৃতজ্ঞতার চিত্র।
বিজয়ী ভাষণে তিনি বলেন, ‘এটা আমাদের বিজয়,
এটা বাংলাদেশি আন্টিদের বিজয়। তারা প্রতিটি দড়জায় গিয়েছেন, যতক্ষণ না পর্যন্ত তাদের
পায়ে কাপন ধরে এবং আঙুল অসার হয়ে যায় ততক্ষণ পর্যন্ত তারা ভোট চেয়ে আসছিলেন।’
আগামী ৪ নভেম্বরের নির্বাচনের চূড়ান্ত পর্বে
বিজয়ী হলে ৩৩ বছর জোহরান মামদানি নিউইয়র্ক শহরের সবচেয়ে কম বয়সী মেয়র এবং প্রথম মুসলিম
ব্যক্তি যিনি এই পদে আসীন হবেন। জোহরান মামদানি একাধারে ভারতীয় বংশোদ্ভূত, মুসলিম এবং
অশ্বেতাঙ্গ। তার জন্মস্থান আফ্রিকার উগান্ডার কাম্পালা। মাত্র সাত বছর বয়সে তিনি বাবা-মায়ের
সঙ্গে নিউইয়র্কে পাড়ি জমান। বাবা মাহমুদ মামদানি কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের খ্যাতিমান
রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক এবং মা মিরা নায়ার আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ভারতীয় চলচ্চিত্র
নির্মাতা। ২০১৮ সালে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পান জোহরান।
এই নির্বাচনী যাত্রায় বাংলাদেশি অভিবাসী
কমিউনিটির অবদান বিশেষভাবে উল্লেখ করেছেন জোহরান। এ সময় নিউইয়র্কের একমাত্র বাংলাদেশি
কাউন্সিলর শাহানা হানিফও এই প্রচারণায় পাশে ছিলেন জোহরানের।