Logo
×

Follow Us

প্রবাস খবর

বাংলাদেশিদের জন্য চীনে চিকিৎসা ভিসায় ‘গ্রিন চ্যানেল’ সুবিধা চালু

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৪ মে ২০২৫, ২০:০১

বাংলাদেশিদের জন্য চীনে চিকিৎসা ভিসায় ‘গ্রিন চ্যানেল’ সুবিধা চালু

বাংলাদেশি রোগীদের জন্য চীনে চিকিৎসা গ্রহণের প্রক্রিয়াকে সহজ ও দ্রুত করতে ঢাকায় অবস্থিত চীনা দূতাবাস চালু করেছে একটি বিশেষ ‘গ্রিন চ্যানেল’ ভিসা সুবিধা। এই নতুন ব্যবস্থার আওতায় চিকিৎসা ভিসা আবেদনকারীরা পাবেন দ্রুততর প্রক্রিয়ায় আবেদন যাচাই, অগ্রাধিকার ভিত্তিতে সাক্ষাৎকার এবং জরুরি প্রয়োজনে একই দিনে ভিসা প্রাপ্তির সুযোগ।

৪ মে চীনা দূতাবাসের ওয়েবসাইটে প্রকাশিত এক ঘোষণায় জানানো হয়, চলতি বছরের মার্চে অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের চীন সফরের সময় স্বাক্ষরিত স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়ানোর সিদ্ধান্তের অংশ হিসেবেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

নতুন প্রক্রিয়ায় আবেদনকারীদের আর পররাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদিত সার্টিফিকেট প্রদানের প্রয়োজন হবে না। এর বদলে, স্বীকৃত বাংলাদেশি ট্রাভেল এজেন্সিগুলো ব্যাংক ডিপোজিট সার্টিফিকেট এবং নিকটাত্মীয়তার গ্যারান্টিপত্র ইস্যু করতে পারবে।

আবেদন জমা দেওয়ার সঙ্গে সঙ্গেই তা বিশেষ অগ্রাধিকার ভিত্তিতে পর্যালোচনা করা হবে। ঢাকায় অবস্থিত ভিসা আবেদন কেন্দ্রে চিকিৎসা ভিসার জন্য আলাদা কাউন্টারও চালু করা হয়েছে, যেখানে রোগীরা অপেক্ষা ছাড়াই কাগজপত্র জমা দিতে পারবেন।

জরুরি চিকিৎসার ক্ষেত্রে একদিনেই ভিসা ইস্যুর জন্য ‘গ্রিন চ্যানেল’-এর আওতায় বিশেষ ব্যবস্থা থাকবে। তাছাড়া যারা আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট নিয়েছেন, তারা সাক্ষাৎকারের জন্য অগ্রাধিকার পাবেন। যদি কোনো রোগী শারীরিকভাবে উপস্থিত হতে না পারেন, তবে নির্ভরযোগ্য ট্রাভেল এজেন্সির গ্যারান্টিপত্র থাকলে অনলাইন সাক্ষাৎকারের সুবিধাও দেওয়া হবে।

ভিসা ও অন্যান্য সংশ্লিষ্ট তথ্যের জন্য চীনা দূতাবাস ও ভিসা আবেদন কেন্দ্র আলাদা হটলাইন নম্বর, একটি হোয়াটসঅ্যাপ সাপোর্ট গ্রুপ এবং বনানীর প্রসাদ ট্রেড সেন্টারে সরাসরি যোগাযোগের সুযোগ রেখেছে।

চিকিৎসা ভিসাসংক্রান্ত অনুসন্ধানের জন্য দূতাবাস (০২২২২২৬০১০৩, ০১৭০৮ ৪৬৪ ৮০৯) এবং ভিসা আবেদন পরিষেবা কেন্দ্রের তৃতীয় তলা, প্রসাদ ট্রেড সেন্টার, ৬ কামাল আতাতুর্ক অ্যাভিনিউ, বনানী, ঢাকা (০২২২৬৬০৩২৬১) ডেডিকেটেড হটলাইন এবং একটি হোয়াটসঅ্যাপ পরিষেবা গ্রুপ (০১৮৮৫ ০৪১ ৩৬৪) চালু করা হয়েছে।

Logo