মালয়েশিয়ায় ব্যাপক ধরপাকড়, আটক শত শত শ্রমিক
মালয়েশিয়ায় ব্যাপক ধরপাকড়

অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৮ এপ্রিল ২০২৫, ১৫:৪৩

মাঝরাতের অভিযানে ব্যপক ধরপাকড়ে বাংলাদেশিসহ ৫০৬ জন বিদেশি নাগরিককে আটক করে মালয়েলিয়ার ইমিগ্রেশন বিভাগ। দেশটির রাতের শহর হিসেবে পরিচিত বুকিত বিন্তাং জালান এম বিতে কয়েক ঘণ্টাব্যাপী এই অভিযান পরিচালিত হয়।
বৃহস্পতিবার (১৭ এপ্রিল) গভীর রাতে এই অভিযান পরিচালনা করা হয়েছে বলে জানিয়েছেন মালয়েশিয়ান ইমিগ্রেশনের মহাপরিচালক ।
ইমিগ্রেশন মহাপরিচালক জানান, “দীর্ঘদিন ধরেই এই শহর অবৈধ অভিবাসীদের কেন্দ্র হিসেবে চিহ্নিত ছিল। এবং স্থানীয় দোকানপাটের উপরে ঘর ভাড়া নিয়ে বসবাস করতো।”
ইমিগ্রেশন সূত্র বলছে, ১৮৫ জন কর্মকর্তা অংশগ্রহণে চলা অভিযানে মোট ৮৯৫ জনকে পরীক্ষা পর ৫০৬ জনকে আটক করা হয়। যার মধ্যে ১৫৫ জন বাংলাদেশি এছাড়াও নেপালি ১৪২ জন, ইন্দোনেশিয়ান ১০৯ জন, এবং কিছু ভারতীয় ও শ্রীলঙ্কান নাগরিক রয়েছেন।