প্রবাসী বাংলাদেশিদের প্রশংসায় মুখর মালয়েশিয়ার জনপ্রতিনিধি

অনলাইন ডেস্ক
প্রকাশ: ২২ এপ্রিল ২০২৫, ২০:০৭

মালয়েশিয়ার ঐতিহাসিক পেনাং রাজ্যে বহু প্রজন্ম ধরে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা রাজ্যের অর্থনৈতিক অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন—এমনটাই জানিয়েছেন পেনাংয়ের স্থানীয় জনপ্রতিনিধি হাজি মোহাম্মদ ফুয়াদ।
সম্প্রতি বাংলাদেশ পিপল’স ওয়েলফেয়ার এসোসিয়েশন নর্থ জোনের আয়োজনে অনুষ্ঠিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখার সময় তিনি এ কথা বলেন। তিনি বলেন, “অভিবাসী হয়েও প্রবাসী বাংলাদেশিরা যেভাবে এই অঞ্চলের অর্থনৈতিক অগ্রগতিতে অবদান রাখছেন, তা প্রশংসনীয় ও অনুকরণীয়।”
ঐতিহাসিক মালাক্কা প্রণালীর তীরে অবস্থিত পেনাং রাজ্যের দ্য লাইট হোটেলে আয়োজিত এই উৎসবমুখর অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন বহু প্রবাসী বাংলাদেশি ও তাঁদের পরিবারবর্গ। এসোসিয়েশনের সভাপতি হাজী কাউসার সভাপতিত্ব করেন অনুষ্ঠানে এবং সঞ্চালনার দায়িত্বে ছিলেন সাধারণ সম্পাদক আব্দুল নাকিব। শুভেচ্ছা বক্তব্য দেন সংগঠনের উপদেষ্টা ইকবাল হোসাইন।
আয়োজকরা জানান, এই ধরনের সাংস্কৃতিক ও সামাজিক মিলনমেলা প্রবাসীদের মধ্যে পারস্পরিক সম্পর্ককে আরও দৃঢ় করে এবং দুই দেশের জনগণের মধ্যে সৌহার্দ্য ও সম্প্রীতির সেতুবন্ধন গড়ে তোলে।
অনুষ্ঠানে স্থানীয় প্রতিনিধিরাও বাংলাদেশি কমিউনিটির ভূয়সী প্রশংসা করেন। তাদের মতে, বহু বছর ধরে প্রজন্মান্তরে এই অঞ্চলের শিল্প, ব্যবসা ও সমাজ উন্নয়নে বাংলাদেশিদের অংশগ্রহণ দৃশ্যমান এবং গৌরবজনক।
এ আয়োজনে ছোটদের পরিবেশনায় কবিতা আবৃত্তি এবং ঈদের শুভেচ্ছা জানানোর মধ্য দিয়ে অনুষ্ঠান আরও প্রাণবন্ত হয়ে ওঠে। অতিথিদের মধ্যে আরও উপস্থিত ছিলেন তানশ্রী হাজি মোহাম্মদ ওমর বিন ইয়াকুব, অধ্যাপক ড. শেখ আব্দুল্লাহ বিন হাসান, আমানুল বাশির, রেজা, এমদাদুল হক, ফয়সাল, আব্দুল জলিল, শরিফ মন্ডলসহ আরও অনেকে।