আজারবাইজান সরকার তাদের অভিবাসন নীতিমালায় গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে। এখন থেকে কাজের অনুমতি (ওয়ার্ক পারমিট) ছাড়াই কাজ করতে পারবেন। বিশেষ করে "উচ্চ যোগ্যতাসম্পন্ন" বিদেশি পেশাজীবীরা। আগে শুধুমাত্র সরকারি বা জাতীয় স্বার্থ সংশ্লিষ্ট প্রকল্পেই বিদেশিদের কাজের অনুমতি দেয়া হতো, তবে নতুন নীতিতে এই সুযোগ অনেকটা প্রসারিত করা হয়েছে।
নতুন নিয়ম অনুযায়ী, বিদেশি কর্মীদের অবশ্যই উচ্চশিক্ষা, পেশাগত দক্ষতা অথবা অভিজ্ঞতার প্রমাণ দেখাতে হবে। পাশাপাশি একটি পয়েন্টভিত্তিক মূল্যায়ন পদ্ধতির মাধ্যমে তাদের যোগ্যতা যাচাই করা হবে। যারা নির্দিষ্ট মান পূরণ করতে পারবেন, তারাই এই সুবিধার আওতায় আসবেন।
তবে কাজের অনুমতি না লাগলেও বৈধভাবে অবস্থানের জন্য বিদেশিদের বসবাসের অনুমতি (রেসিডেন্স পারমিট) নিতে হবে। এই অনুমতি পাঁচ বছর মেয়াদী হবে এবং মেয়াদ শেষে নবায়ন করা যাবে।
এই উদ্যোগের মাধ্যমে আজারবাইজান বিশ্বমানের প্রতিভাধর কর্মীদের আকৃষ্ট করতে চায়। বিশেষ করে ইঞ্জিনিয়ার, চিকিৎসক, আইটি বিশেষজ্ঞ, গবেষকসহ বিভিন্ন দক্ষ পেশাজীবীদের জন্য আজারবাইজান এখন আরো আকর্ষণীয় গন্তব্য হয়ে উঠছে। সরকার আশা করছে, এর ফলে দেশের অর্থনৈতিক উন্নয়ন ও প্রযুক্তিগত সক্ষমতা আরও বৃদ্ধি পাবে এবং আজারবাইজান একটি বৈশ্বিক কর্মশক্তি কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত হবে।