Logo
×

Follow Us

দেশের খবর

রেমিট্যান্স আত্মসাতের অভিযোগে সাবেক ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০২ মে ২০২৫, ২০:১০

রেমিট্যান্স আত্মসাতের অভিযোগে সাবেক ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

বিদেশফেরত এক প্রবাসীর রেমিট্যান্স আত্মসাতের অভিযোগে আফসানা শাহিন মুন্নী (৩৬) নামের সাউথ বাংলা অ্যাগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংকের সাবেক একজন সিনিয়র অফিসারকে গ্রেপ্তার করেছে পুলিশ। রাজধানীর মুগদা এলাকা থেকে বৃহস্পতিবার (১ মে) তাকে আটক করা হয়। পরে তাকে খুলনার আদালতে সোপর্দ করলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

খুলনা মহানগরীর ইস্পাহানি আবাসিক এলাকার বাসিন্দা আফসানা শাহিন মুন্নীর বিরুদ্ধে দায়ের হওয়া মামলায় অভিযোগ করা হয়েছে, তিনি সহ ৮-৯ জনের একটি চক্র ৭ লাখ টাকার বেশি পরিমাণ রেমিট্যান্স জালিয়াতির সঙ্গে জড়িত। বিষয়টি নিশ্চিত করেছেন খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাওলাদার মোহাম্মদ সানোয়ার হোসাইন মাসুম।

মামলার বাদী একজন মালয়েশিয়া প্রবাসীর স্ত্রী। তিনি জানান, তার স্বামী আল হাদিস বাট্রি প্রবাসে অবস্থানকালে ২০২৩ সালের ১৩ নভেম্বর অনলাইনে সাউথ বাংলা ব্যাংকের খুলনা শাখায় একটি অ্যাকাউন্ট খোলেন। এরপর ওই অ্যাকাউন্টে পর্যায়ক্রমে প্রায় ১০ লাখ ২ হাজার টাকা জমা করেন।

কিন্তু চলতি বছরের ১৮ মার্চ দেশে ফিরে ব্যাংকে গিয়ে তিনি দেখতে পান, অ্যাকাউন্টে মাত্র ৩ লাখ ২ হাজার টাকা রয়েছে। ব্যাংক স্টেটমেন্ট থেকে জানা যায়, ২০২৩ সালের ২৫ ফেব্রুয়ারি আরটিজিএস পদ্ধতিতে তার অ্যাকাউন্ট থেকে ৭ লাখ টাকা একটি ব্র্যাক ব্যাংক অ্যাকাউন্টে স্থানান্তর করা হয়।

প্রবাসে অবস্থানকালে এই লেনদেন অসম্ভব ছিল বলে দাবি করেন বাদী। অভিযোগে বলা হয়, আসামিরা কাগজপত্র জালিয়াতি ও পরিচয় ভুয়া দেখিয়ে আরটিজিএস লেনদেনের মাধ্যমে অর্থ আত্মসাৎ করে। এ বিষয়ে ব্যাংক কর্তৃপক্ষকে অবহিত করা হলেও কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি।

এ ঘটনায় খুলনা সদর থানায় দায়ের করা মামলার তদন্ত করছে উপ-পরিদর্শক (এসআই) মোল্লা জুয়েল রানা। তিনি বলেন, “প্রাথমিক তদন্তে জালিয়াতির প্রমাণ মিলেছে। গ্রেপ্তার আফসানার বিরুদ্ধে রিমান্ডের আবেদন করা হয়েছে।”

ব্যাংকের বর্তমান ম্যানেজার হাফিজ আহমেদ বলেন, “আমি সম্প্রতি যোগদান করেছি, বিষয়টি আগে জানতাম না। খোঁজখবর নিচ্ছি।”


তথ্যসূত্র: দৈনিক ইত্তেফাক

Logo