Logo
×

Follow Us

দেশের খবর

কফিনে চড়ে প্রবাসী মনিরের নিঃসঙ্গ প্রত্যাবর্তন

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৪ মে ২০২৫, ২০:২২

কফিনে চড়ে প্রবাসী মনিরের নিঃসঙ্গ প্রত্যাবর্তন

নতুন জীবনের স্বপ্ন নিয়ে পটুয়াখালীর দুমকি উপজেলার তরুণ প্রবাসী মোহাম্মদ মনির হোসেন পাড়ি জমিয়েছিলেন সংযুক্ত আরব আমিরাতে। পরিবারের মুখে হাসি ফোটানো, সন্তানদের ভবিষ্যৎ গড়ে তোলা—এই স্বপ্নেই ছেড়ে গিয়েছিলেন বাবা-মা, স্ত্রী আর তিন কন্যাকে। কিন্তু ভাগ্য নির্মম পরিহাসে সেই স্বপ্ন আর বাস্তব হলো না। দীর্ঘ প্রতীক্ষার পর ফিরলেন, তবে জীবিত নয়—একটি কফিনে।

দুই মাস আগে কর্মস্থলে ঘটে যাওয়া এক দুর্ঘটনায় প্রাণ হারান মনির। অবশেষে ৪ মে (রোববার) সকাল ৯টার দিকে ইউএস-বাংলা এয়ারলাইনসের বিএস ৩৪২ ফ্লাইটে তার নিথর দেহ এসে পৌঁছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে।

এয়ারপোর্টে যখন লাশ পৌঁছায়, তখন আত্মীয়স্বজন, স্ত্রী ও সন্তানদের আহাজারিতে আকাশ-বাতাস ভারী হয়ে ওঠে। স্ত্রী বারবার বলছিলেন, "তুমি কি বলেছিলে কফিনে করে ফিরবে? এতিম মেয়েগুলোকে রেখে আমি কীভাবে থাকব একা?" তার হৃদয়বিদারক কান্নায় আশেপাশে থাকা অনেকেই চোখের পানি ধরে রাখতে পারেননি।

মনির ছিলেন পটুয়াখালীর দুমকি উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের আব্দুর রাজ্জাকের ছেলে। মাত্র ৪০ বছর বয়সে পৃথিবী থেকে বিদায় নেন তিনি। গত ১৫ মাস আগে জীবিকার তাগিদে গিয়েছিলেন আমিরাতে। কাজ করছিলেন একটি নির্মাণ প্রতিষ্ঠানে। চলতি বছর রমজানের সময় দুর্ঘটনাটি ঘটে, যা কেড়ে নেয় তার প্রাণ।

বিমানবন্দরে মনিরের লাশ গ্রহণ করেন তার চাচা শ্বশুর, ঘনিষ্ঠ বন্ধু ও স্ত্রী। পরে লাশ নিয়ে যাওয়া হয় নিজ বাড়িতে। বিকেলে স্থানীয় মসজিদে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে বলে জানিয়েছে পরিবার।

মনিরের মৃত্যু শুধু একটি পরিবারের জীবনে শোক বয়ে আনেনি, এটি আরেকটি প্রবাসী জীবনের নির্মম বাস্তবতাও সামনে এনেছে—যেখানে হাজারো স্বপ্ন নিয়ে দেশ ছাড়লেও অনেকেই ফিরেন শূন্য হাতে বা… আর ফিরেনই না।

Logo