যেকোনো শর্তে মালয়েশিয়ার শ্রমবাজার খোলার দাবি বায়রার

অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৫ মে ২০২৫, ১৬:৩৭

মালয়েশিয়ার শ্রমবাজার যেকোনো যুক্তিসঙ্গত শর্তে দ্রুত উন্মুক্ত করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশের রিক্রুটিং এজেন্সিগুলোর বৃহৎ অংশ—বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব রিক্রুটিং এজেন্সিস (বায়রা)-এর সাধারণ সদস্যরা।
৫ মে (সোমবার) রাজধানীর প্রবাসী কল্যাণ ভবনের সামনে আয়োজিত এক বিশাল মানববন্ধন ও স্মারকলিপি প্রদানের মাধ্যমে তারা এই দাবি উত্থাপন করেন। কর্মসূচিতে অংশ নেন শত শত রিক্রুটিং এজেন্সির প্রতিনিধি, যারা দেশের স্বার্থে প্রবাসী শ্রমিকদের কর্মসংস্থান নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানান।
বক্তারা বলেন, “মালয়েশিয়া হচ্ছে আমাদের দ্বিতীয় বৃহত্তম শ্রমবাজার, যেখানে লাখ লাখ বাংলাদেশি কর্মীর চাহিদা রয়েছে। সরকার যখন আন্তরিকভাবে শ্রমবাজার চালুর উদ্যোগ নিচ্ছে, ঠিক তখনই কিছু গোষ্ঠী দেশীয় স্বার্থ বিরোধী ষড়যন্ত্রে লিপ্ত। তারা বিদেশি এজেন্ডা বাস্তবায়নে মরিয়া।”
তারা অভিযোগ করেন, একাধিক বহিষ্কৃত বায়রা নেতা ও তাদের মিত্র একটি এনজিওর মাধ্যমে ‘এন্টি সিন্ডিকেট’ ব্যানারে বিভ্রান্তিকর প্রচারণা চালিয়ে যাচ্ছে, যার মূল উদ্দেশ্য শ্রমবাজার চালু প্রক্রিয়াকে ভেস্তে দেওয়া।
এ সময় বক্তারা সরকারের প্রতি অনুরোধ জানিয়ে বলেন, “আমরা চাই শ্রমিকরা সহজ শর্তে এবং কম খরচে মালয়েশিয়ায় যেতে পারুক। কে কতো শ্রমিক পাঠাল তা বড় বিষয় নয়, মূল কথা হলো—দেশের মানুষ যেন কাজ পায় এবং রেমিট্যান্স বাড়ে।”
তারা আরও বলেন, মালয়েশিয়া যখন অন্য ১৩টি সোর্স দেশের শ্রমিক নিচ্ছে, তখন বাংলাদেশ পিছিয়ে থাকায় সম্ভাব্য ১২ লাখ কর্মীর বাজার হাতছাড়া হওয়ার ঝুঁকি তৈরি হয়েছে, যার আর্থিক ক্ষতির পরিমাণ প্রায় ৫ বিলিয়ন ডলার।
মানববন্ধনে বক্তব্য দেন দেশের বিভিন্ন নামকরা রিক্রুটিং এজেন্সির কর্ণধাররা। উপস্থিত ছিলেন ফরিদ আহমেদ মজুমদার (আল সুপ্ত ওভারসিস), মোহাম্মদ মহিউদ্দিন (পূর্ণবী ইন্টারন্যাশনাল), মাহফুজুর রহমান (আর্থ স্মার্ট), এএমএস সাগর (ইএমএস ইন্টারন্যাশনাল), আনোয়ার হোসেন ভূঁইয়া (তাসনিম ওভারসিস), মনিরুজ্জামান (স্কাইল্যান্ড), সাজ্জাম হোসেন (আরমান এয়ার), কফিল উদ্দিন মজুমদার (ফ্রিডম ওভারসিস) প্রমুখ।
বক্তারা বলেন, "দেশের অর্থনীতি, শ্রমিকের জীবিকা এবং বৈদেশিক মুদ্রা অর্জনের স্বার্থে মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত খুলে দেওয়া হোক—নতুন কোনো প্রতিবন্ধকতা নয়, চাই কার্যকর উদ্যোগ ও বাস্তব সমাধান।"