এখন থেকে অনলাইনেই হবে দ্বৈত নাগরিকত্ব সনদ নিষ্পত্তি

অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৫ মে ২০২৫, ১৬:৪৩

দ্বৈত নাগরিকত্ব সনদের আবেদন ও তার নিষ্পত্তি আগামী ১৬ মে থেকে পুরোপুরি অনলাইনের মাধ্যমে সম্পন্ন হবে— এমন সিদ্ধান্ত নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
৪ মে (রোববার) মন্ত্রণালয়ের জারি করা এক সরকারি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ১৫ মে’র পর থেকে আর কোনো হার্ডকপি আবেদন দূতাবাস, মিশন বা মন্ত্রণালয়ে গ্রহণ করা হবে না।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নাগরিক সেবার গতি ও কার্যকারিতা বাড়াতে, এবং স্বচ্ছতা ও জবাবদিহিতার মান নিশ্চিত করতে ডিজিটাল প্রক্রিয়ায় এই রূপান্তর ঘটানো হয়েছে।
আবেদনকারীদের নির্ধারিত ওয়েবসাইটে গিয়ে ব্যক্তিগত ইমেইল ব্যবহার করে লগইন করতে হবে। এরপর অনলাইন ফরম পূরণ, প্রয়োজনীয় কাগজপত্র আপলোড এবং ই-পেমেন্টের মাধ্যমে ফি প্রদান করে আবেদন সম্পন্ন করা যাবে।
আবেদন অনুমোদনের পর সংশ্লিষ্ট ব্যক্তির ইমেইলে একটি ডিজিটাল সনদ পাঠানো হবে। এতে থাকবে একটি কিউআর কোড, যা ব্যবহার করে সহজেই সনদটি ডাউনলোড ও সংরক্ষণ করা যাবে।
এই পদক্ষেপের ফলে প্রবাসী বাংলাদেশিদের নাগরিকত্ব-সম্পর্কিত আবেদন প্রক্রিয়া হবে আরো দ্রুত, নির্ভুল এবং সুবিধাজনক।