বাংলাদেশি শ্রমিক নিতে আগ্রহ প্রকাশ করেছে ইতালি: স্বরাষ্ট্র উপদেষ্টা

অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৫ মে ২০২৫, ১৯:০০

বাংলাদেশি কর্মীদের দক্ষতা ও পরিশ্রমের প্রশংসা করে আরও শ্রমিক নেওয়ার আগ্রহ জানিয়েছে ইতালি সরকার— এমনটাই জানিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্রবিষয়ক উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
সোমবার (৫ মে) বিকেলে ঢাকার সচিবালয়ে ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী মাতিও পিয়ান্তেদোসির সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এই তথ্য জানান। এর আগে ইতালির প্রতিনিধি দলকে সম্মান জানিয়ে গার্ড অব অনার দেওয়া হয়।
উপদেষ্টা বলেন, “ইতালিতে আগে থেকেই বিপুলসংখ্যক বাংলাদেশি শ্রমিক বিভিন্ন পেশায় নিয়োজিত। ইউরোপের মধ্যে ইতালিতেই সবচেয়ে বেশি বাংলাদেশি কর্মরত রয়েছে। তারা সঠিক প্রক্রিয়ায় ভিসা নিয়ে আরও শ্রমিক নিতে আগ্রহী।”
তিনি আরও জানান, বৈঠকে উভয় দেশ চুক্তিভিত্তিক কর্মী প্রেরণ কার্যক্রম আরও দক্ষভাবে পরিচালনার বিষয়ে আলোচনা করেছে। উপদেষ্টা বলেন, “আমরা জোর দিয়েছি যেন কর্মীরা বৈধ চ্যানেলেই ইতালিতে যান। বিভিন্ন সময় সৌদি আরব বা লিবিয়ার ভিসা নিয়ে যারা সাগর পাড়ি দিয়ে অবৈধভাবে ইতালিতে প্রবেশ করে, সেসব অনিয়ম বন্ধে আমরা একমত হয়েছি।”
ইতালির প্রশংসা করে তিনি বলেন, “বাংলাদেশি শ্রমিকদের পরিশ্রম, আনুগত্য এবং ইতালির অর্থনীতিতে তাদের অবদান ইতালির সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। তারা আমাদের জানিয়েছে, বৈধ পথে কর্মী পাঠানো হলে তারা সংখ্যায় আরও বেশি নিতে প্রস্তুত।”
ইতালিতে বর্তমানে কতজন বাংলাদেশি রয়েছেন এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা জানান, “সঠিক পরিসংখ্যান এখনই বলা কঠিন, তবে এক লাখের বেশি শ্রমিক ইতালিতে কর্মরত আছেন বলে ধারণা করা হয়।”
অবৈধ অভিবাসীদের বৈধতার বিষয়ে ইতালির সঙ্গে কোনো আলোচনা হয়েছে কি না— জানতে চাইলে তিনি বলেন, “এই বিষয়ে সরাসরি কিছু না হলেও আমরা অনুরোধ করেছি, যারা বৈধ পথে যায়নি, তাদের জন্যও যেন মানবিকভাবে বৈধতা দেওয়ার বিষয়টি বিবেচনায় আনে।”
সাম্প্রতিক বৈঠকে নতুন কোনো সমঝোতা চুক্তি না হলেও পূর্বের চুক্তিকে আরও কার্যকর করার বিষয়ে আলোচনা হয়েছে বলে জানান উপদেষ্টা। তিনি আরও বলেন, “পুলিশ, কোস্টগার্ড এবং বিজিবির দক্ষতা উন্নয়নে ইতালি প্রশিক্ষণ ও কারিগরি সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছে।”