
বাংলাদেশি প্রবাসীদের জন্য ভোটার হওয়ার সুযোগ ক্রমেই বিস্তৃত হচ্ছে। নির্বাচন কমিশন (ইসি) আগামী সপ্তাহ থেকে কানাডায় বসবাসরত বাংলাদেশিদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) প্রদানের কার্যক্রম শুরু করতে যাচ্ছে।
সোমবার (৫ মে) জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক (ডিজি) এ এস এম হুমায়ুন কবীর তার কার্যালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, “ইতোমধ্যে অস্ট্রেলিয়াসহ আটটি দেশে এই কার্যক্রম চালু রয়েছে। আগামী সপ্তাহে কানাডাতেও আনুষ্ঠানিকভাবে এনআইডি নিবন্ধন কার্যক্রম শুরু হবে।”
প্রবাসীদের এই সেবা আরও বিস্তৃত করতে নির্বাচন কমিশন ৪০টি দেশে ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করার পরিকল্পনা হাতে নিয়েছে বলে জানান হুমায়ুন কবীর। তবে কিছু দেশে বাংলাদেশ দূতাবাসে পর্যাপ্ত স্থান না থাকায় কিছু প্রতিবন্ধকতা দেখা দিচ্ছে। এ সমস্যা সমাধানে ইতিমধ্যে অর্থ ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক হয়েছে এবং শিগগিরই আন্তমন্ত্রণালয় সভার আয়োজন করা হবে।
এনআইডি সংক্রান্ত সেবা আরও সহজ ও নাগরিকবান্ধব করতে কমিশন বিভিন্ন উদ্যোগ নিয়েছে বলেও জানান তিনি। সংশোধন সংক্রান্ত আবেদনগুলোর দ্রুত নিষ্পত্তি নিশ্চিত করতে কর্মকর্তাদের মধ্যে দায়িত্ব ভাগ করে দেওয়া হয়েছে।
“যেসব ব্যক্তির একাধিক এনআইডি রয়েছে, তাদের মধ্যে প্রথম জারি হওয়া কার্ডটিই বৈধ থাকবে এবং অন্যগুলো বাতিল করা হবে,” বলেন হুমায়ুন কবীর।
তিনি আরও জানান, এনআইডি ব্যবস্থার উন্নয়নে নির্বাচন কমিশন শিগগির গণমাধ্যম, সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়ে একটি সেমিনার আয়োজন করবে। প্রয়োজনে রাজনৈতিক দলের প্রতিনিধিদেরও ওই আলোচনায় আমন্ত্রণ জানানো হবে, যাতে সার্বিক সহযোগিতার মাধ্যমে প্রবাসীদের ভোটার অন্তর্ভুক্তির প্রক্রিয়া আরও কার্যকর করা যায়।