Logo
×

Follow Us

দেশের খবর

‘বিএনপি ক্ষমতায় এলে কেউ দুইবারের বেশি প্রধানমন্ত্রী নয়’

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৫ জুলাই ২০২৫, ১১:২৮

‘বিএনপি ক্ষমতায় এলে কেউ দুইবারের বেশি প্রধানমন্ত্রী নয়’

দলীয় প্রচারণায় ডা. খন্দকার আকবর হোসেন বাবলু

বিএনপি ক্ষমতায় এলে কেউ দুইবারের বেশি প্রধানমন্ত্রী কিংবা রাষ্ট্রপতির দায়িত্ব পালন করতে পারবে না বলে মন্তব্য করেছেন প্রবাসী এবং রাজনীতিবিদ মানিকগঞ্জ-১ আসনের বিএনপির মনোনয়নপ্রত্যাশী ডা. খন্দকার আকবর হোসেন বাবলু।

বৃহস্পতিবার (৩ জুলাই) বিকেলে শিবালয় উপজেলার আরিচা ও পাটুরিয়া ঘাট এলাকায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণকালে এ মন্তব্য করেন তিনি।

মানিকগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এবং বিএনপির প্রয়াত মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেনের জ্যেষ্ঠ পুত্র ডা. আকবর হোসেন বলেন, “বিএনপি রাষ্ট্রক্ষমতায় গেলে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী কেউই দুই মেয়াদের বেশি দায়িত্ব পালন করতে পারবেন না। সংবিধানেই তা অন্তর্ভুক্ত করা হবে।”

তিনি আরও বলেন, “বর্তমান ব্যবস্থায় কৃষকের উৎপাদিত শস্যের প্রকৃত লাভ পাচ্ছে না তারা। বিএনপি সরকার গঠন করলে কৃষকের কাছ থেকে সরাসরি শস্য কিনে নেবে সরকার। এতে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য বন্ধ হবে।”

এ সময় শিবালয় উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের কয়েকশ নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ডা. খন্দকার আকবর হোসেন বাবলু বিদেশে পড়াশোনাসহ, জাপানের জাতীয় কৃষি ও খাদ্য গবেষণা সংস্থায় গবেষক হিসেবে কাজ করেছেন।

Logo