Logo
×

Follow Us

দেশের খবর

প্রায় ৫ হাজার হজযাত্রী ফেরত পাচ্ছেন ৮ কোটি ২৮ লাখ ৯০ হাজার টাকা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৩ জুলাই ২০২৫, ১৯:০৩

প্রায় ৫ হাজার হজযাত্রী ফেরত পাচ্ছেন ৮ কোটি ২৮ লাখ ৯০ হাজার টাকা

চলতি বছরের হজে অংশ নেওয়া সরকারি ব্যবস্থাপনার ৪ হাজার ৯৭৮ জন হজযাত্রী তাঁদের খরচের অবশিষ্ট অংশ হিসেবে মোট ৮ কোটি ২৮ লাখ ৯০ হাজার টাকা ফেরত পাবেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।

রবিবার সচিবালয়ে ধর্ম মন্ত্রণালয়ের কনফারেন্স রুমে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে তিনি হজ ব্যবস্থাপনার সার্বিক চিত্র তুলে ধরেন এবং আগামী বছরের পরিকল্পনা জানান। এ সময় ধর্ম মন্ত্রণালয়ের কর্মকর্তারা, হজ প্রশাসন সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ ও বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

ড. খালিদ হোসেন বলেন, “আমাদের লক্ষ্য হচ্ছে হজযাত্রীদের সম্মানজনক, সাশ্রয়ী ও মানসম্পন্ন হজ অভিজ্ঞতা নিশ্চিত করা। আমরা যে অর্থ বাঁচাতে পেরেছি, সেটি হজযাত্রীদের ফেরত দেওয়া হবে। ২০২৬ সালের হজের জন্য এখন থেকেই প্রস্তুতি নেওয়া হচ্ছে এবং খরচ আরও কমানোর দিকেই জোর দেওয়া হচ্ছে।”

তিনি আরও জানান, আগামী নভেম্বরেই সৌদি সরকারের সঙ্গে ২০২৬ সালের হজচুক্তি সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে, যাতে আগেভাগেই সব প্রস্তুতি নিশ্চিত করা যায়।

উপদেষ্টা তার বক্তব্যে বলেন, “গত বছরের সাফল্যের ধারাবাহিকতায় এবারও হজ ব্যবস্থাপনায় আমরা উন্নতি করেছি। মিডিয়া, কর্মকর্তাদের আন্তরিকতা ও সংশ্লিষ্ট সবার সম্মিলিত প্রচেষ্টায় এটি সম্ভব হয়েছে। ভবিষ্যতেও এমন সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশা করছি।”

২০২৫ সালে বাংলাদেশ থেকে মোট ৮৭,১৫৭ জন মুসল্লি হজে অংশ নেন। হজযাত্রা শুরু হয় ২৯ এপ্রিল থেকে এবং শেষ ফ্লাইটটি সৌদি আরব যায় ৩১ মে। মূল হজের আনুষ্ঠানিকতা অনুষ্ঠিত হয় ৫ জুন, আর ফিরতি ফ্লাইট শেষ হয় ১০ জুলাই।

সৌদি আরবে হজকালে মোট ৪৫ জন বাংলাদেশি হজযাত্রী মৃত্যুবরণ করেন, যাদের মধ্যে ৩৪ জন পুরুষ এবং ১১ জন নারী ছিলেন। হজ অফিসের তথ্যমতে, অধিকাংশ মৃত্যুর পেছনে বার্ধক্য ও পূর্ববর্তী অসুস্থতা দায়ী ছিল।

হজ ব্যবস্থাপনার মানোন্নয়ন ও ব্যয় সাশ্রয়ের ধারাবাহিকতা বজায় রাখার অঙ্গীকার ব্যক্ত করে ধর্ম উপদেষ্টা বলেন, “আমাদের উদ্দেশ্য সেবার মান উন্নয়ন ও প্রতিটি হজযাত্রীর জন্য হজকে আরও সহজ, সম্মানজনক ও নিরাপদ করে তোলা।”



Logo