‘আমরা যখন আন্দোলন করেছি, তখন আপনারা ছিলেন দুধের শিশু’

অনলাইন ডেস্ক
প্রকাশ: ২১ জুলাই ২০২৫, ২১:০১

মানিকগঞ্জ-১ আসনের মহাদেবপুর সরকারি ইউনিয়ন ডিগ্রি কলেজ মাঠে অনুষ্ঠিত বিএনপির বিক্ষোভ মিছিল ও পথসভায় প্রধান অতিথির বক্তব্যে দলটির জেলা আহ্বায়ক কমিটির সদস্য খন্দকার ড. আকবর হোসেন বাবলু বলেন, “বিগত ১৭ বছর ধরে আমরা স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করেছি। তখন আপনারা ছিলেন দুধের শিশু। আজ আপনারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও তারেক রহমান সম্পর্কে অশালীন মন্তব্য করছেন — এটা ব্যয়াদবী ছাড়া কিছু নয়। ভবিষ্যতে এমন স্পর্ধা দেখালে আমরা রাজপথেই জবাব দেব।”
বিএনপি নেতাদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে কটূক্তি, দেশে আইন-শৃঙ্খলার অবনতি, চাঁদাবাজি ও সন্ত্রাসের প্রতিবাদে এ কর্মসূচির আয়োজন করে স্থানীয় বিএনপি।
বক্তব্যে দলীয় মনোনয়ন পাওয়া প্রসঙ্গে খন্দকার বাবলু বলেন, “আমি যদি দলীয় মনোনয়ন পাই এবং সংসদ সদস্য হই, তাহলে এলাকায় কোনো চাঁদাবাজি, সন্ত্রাস, টেন্ডারবাজি থাকবে না। দল ও জনগণের স্বার্থেই কাজ করব।”
পথসভায় স্থানীয় নেতৃবৃন্দসহ বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।