‘ও লেভেল’ এবং ‘এ লেভেল’ পরীক্ষার ফি পাঠানো সহজ হলো

অনলাইন ডেস্ক
প্রকাশ: ২২ এপ্রিল ২০২৫, ১৮:৪৭

বাংলাদেশে আয়োজিত ও লেভেল, এ লেভেলসহ আন্তর্জাতিক পরীক্ষার ফি পাঠানো এখন আগের চেয়ে অনেক সহজ হলো। নতুন নির্দেশনার ফলে, এসব পরীক্ষার ফি বৈধভাবে বিদেশে পাঠাতে আর বাংলাদেশ ব্যাংকের অনুমোদনের প্রয়োজন হবে না।
বাংলাদেশ ব্যাংক সোমবার এ বিষয়ে একটি সার্কুলার প্রকাশ করেছে। এতে জানানো হয়, দেশজ শিক্ষাকাঠামোর আওতাভুক্ত আন্তর্জাতিক পরীক্ষাগুলোর জন্য অনুমোদিত স্থানীয় কেন্দ্রগুলো সরাসরি পরীক্ষার্থীদের কাছ থেকে অর্থ সংগ্রহ করে তা বৈধ ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে প্রাপ্য সংস্থায় পাঠাতে পারবে।
তবে, এই সুযোগ গ্রহণের জন্য কেন্দ্রগুলোর অবশ্যই সংশ্লিষ্ট আন্তর্জাতিক সংস্থার স্বীকৃতি থাকতে হবে। এছাড়া রেমিট্যান্স প্রক্রিয়া শুরুর আগে ব্যাংকের কাছে নির্ধারিত ঘোষণা ও অঙ্গীকারনামা জমা দিতে হবে।
বাংলাদেশ ব্যাংকের একাধিক সূত্র জানিয়েছে, এই নতুন ব্যবস্থার ফলে শিক্ষা সংক্রান্ত আন্তর্জাতিক লেনদেন আরও সহজ ও স্বচ্ছ হবে। পূর্বে এ ধরনের লেনদেনের জন্য কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদন প্রয়োজন হতো, যা প্রায়ই জটিলতা তৈরি করত এবং সময়মতো ফি পাঠানো ব্যাহত হতো।
এ প্রসঙ্গে বাংলাদেশ ব্যাংকের এক কর্মকর্তা বলেন, “রেমিট্যান্স প্রক্রিয়াকে আরও আধুনিক ও সহজ করতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে শিক্ষার্থী ও অভিভাবকদের দীর্ঘদিনের ভোগান্তি অনেকটাই দূর হবে।”
বিশেষজ্ঞদের মতে, এটি শিক্ষা ব্যয়ের ব্যবস্থাপনায় একটি ইতিবাচক সংস্কার, যা আন্তর্জাতিক শিক্ষার পথকে আরও উন্মুক্ত করে তুলবে।