Logo
×

Follow Us

দেশের খবর

স্বপ্নের বাড়ি আজ হতাশার ছায়া: পথে বসেছে প্রবাসী

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২২ এপ্রিল ২০২৫, ১৮:৪৭

স্বপ্নের বাড়ি আজ হতাশার ছায়া: পথে বসেছে প্রবাসী

প্রবাসী সুজনের সেই বাড়ি

প্রবাস জীবনের ১০ বছর পর দেশে ফিরে নিজের ও পরিবারের জন্য একটি স্থায়ী ঠিকানা গড়ার স্বপ্ন দেখেছিলেন সুজন মাহমুদ। দক্ষিণ আফ্রিকায় কাটানো এক দশকের কষ্টার্জিত উপার্জন দিয়ে শুরু করেছিলেন পাঁচতলা ফাউন্ডেশনের একটি বাড়ির নির্মাণ কাজ। কিন্তু নির্মাণে ব্যবহৃত একটি কেমিক্যালই এখন সেই স্বপ্নের প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছে।

রাজবাড়ীর কালুখালী উপজেলার সাওরাইল ইউনিয়নের উত্তর নগরবাথান গ্রামের বাসিন্দা সুজন মাহমুদ জানান, ২০২৩ সালে বাড়ির নির্মাণ কাজ শুরু করেন তিনি। বাড়ির স্থায়িত্ব ও গুণগত মান নিশ্চিত করতে নির্মাণশ্রমিকদের পরামর্শে এবিসি ট্রাকশন কেমিক্যাল কোম্পানি লিমিটেড-এর ওয়াটার রিডিউসিং অ্যাডমিক্সার ব্যবহার করেন। তবে নির্মাণ শুরুর এক বছর না যেতেই দেখা দেয় ভয়াবহ ক্ষয়।

ভবনের ছাদ, বিম ও পিলারের ঢালাইয়ে ফাটল ধরা শুরু করে, এমনকি হালকা চাপেই সিমেন্ট খসে পড়ছে বলে জানান সুজন। এ পর্যন্ত বাড়িটির নির্মাণে ব্যয় হয়েছে প্রায় ৪০-৫০ লক্ষ টাকা। সব অর্থ হারানোর বেদনায় তিনি এখন মানসিকভাবে বিপর্যস্ত।

এ ঘটনা নিয়ে তিনি জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রাজবাড়ী অফিসে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। কিন্তু এখনো কোন কার্যকর সমাধান পাননি। এলাকাবাসীর দাবিও—এই ঘটনার যথাযথ তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের রাজবাড়ী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক রাকিবুল হাসান জানান, নির্ধারিত ফরমে অভিযোগ জমা দেওয়ার পর চারবার শুনানি হয়েছে। তবে অভিযোগকারী প্রয়োজনীয় প্রমাণপত্র উপস্থাপন করতে পারেননি, তাই অভিযোগটি নথিভুক্ত রাখা হয়েছে।

অন্যদিকে, এবিসি কনস্ট্রাকশন কেমিক্যাল কোম্পানি লিমিটেডের জেনারেল ম্যানেজার মো. মোস্তফা কামাল বলেন, “সিমেন্ট ও বালুর মান ভালো না হলে এমন সমস্যা হতে পারে। আমাদের কোম্পানির বিরুদ্ধে যাচাই-বাছাই ছাড়াই ভিত্তিহীন অভিযোগ আনা হয়েছে। বিষয়টি ভোক্তা অধিদপ্তরে তদন্তাধীন রয়েছে এবং তারাই সঠিক সিদ্ধান্ত নেবে।”

দীর্ঘ প্রবাস জীবনের পর দেশে ফিরে এমন ক্ষতির মুখে পড়ে সুজন মাহমুদের চোখে এখন শুধুই হতাশা। একটিই চাওয়া—বিচার ও প্রতিকার।

Logo