Logo
×

Follow Us

দেশের খবর

আগামী নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে চায় ইসি: সিইসি

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৯ এপ্রিল ২০২৫, ১৬:২৭

আগামী নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে চায় ইসি: সিইসি

নির্বাচন কমিশন আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার নিশ্চিত করতে চায় বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন। তিনি বলেছেন, এ উদ্যোগ বাস্তবায়নে সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে এবং সীমিত পরিসরে হলেও এটি শুরু করার লক্ষ্য রয়েছে কমিশনের।

মঙ্গলবার (২৯ এপ্রিল) সকালে নির্বাচন কমিশনের অডিটোরিয়ামে আয়োজিত ‘অন ডেভেলপমেন্ট অব ভোটিং ফর ডায়াস্পোরা বাংলাদেশিস’ শীর্ষক সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠানে সিইসি এসব কথা বলেন। তিনি বলেন, “বিশ্বের অনেক দেশেই আউট অব কান্ট্রি ভোটিং চালু রয়েছে, তবে বাস্তব প্রয়োগে অনেকেই সমস্যার মুখোমুখি হয়েছে। এমনকি ভারতের মতো বড় দেশও এখনও এই পদ্ধতি চালু করতে পারেনি। আমরা চাই বাস্তবসম্মত উপায়ে এই উদ্যোগ শুরু হোক।”

নাসির উদ্দিন আরও জানান, দেশের আর্থসামাজিক বাস্তবতা, শিক্ষার হার ও প্রযুক্তিগত সক্ষমতা বিবেচনায় নিয়ে একটি উপযোগী মডেল নির্ধারণের কাজ চলছে। তিনি বলেন, “প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করা আমাদের অঙ্গীকার। তবে রাজনৈতিক নেতৃবৃন্দের সমর্থন ছাড়া এটি বাস্তবায়ন সম্ভব নয়। এমন একটি পদ্ধতি বেছে নিতে হবে, যা সাশ্রয়ী, নিরাপদ এবং জনআস্থা অর্জন করতে পারে।”

সেমিনারে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, “প্রবাসীদের ভোটাধিকার না থাকলে নির্বাচনে ভোটকাস্টের হার কমে যায়। আমরা এমন একটি পরিবেশ চাই, যেখানে প্রবাসীরাও নির্বাচনী উৎসবে অংশ নিতে পারেন।”

কমিশনার প্রধান আবুল ফজল মো. সানাউল্লাহ জানিয়েছেন, আগামী ১৫ মে’র মধ্যে রাজনৈতিক দলগুলোকে প্রবাসী ভোটারদের ভোটাধিকার নিয়ে মতামত দেওয়ার অনুরোধ জানানো হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, দলীয় সমর্থনের মাধ্যমে বিষয়টি দ্রুত বাস্তব রূপ পাবে।

অনুষ্ঠানে বিএনপি, জামায়াতে ইসলামিসহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি, সিনিয়র সাংবাদিক ও নির্বাচন সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশগ্রহণ করেন।

এই প্রস্তাবিত উদ্যোগের মাধ্যমে বাংলাদেশ প্রথমবারের মতো প্রবাসীদের নির্বাচনী প্রক্রিয়ায় সরাসরি অন্তর্ভুক্ত করার পথে এগোচ্ছে।

Logo