Logo
×

Follow Us

অর্থনীতি ও রেমিট্যান্স

ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স এসেছে এপ্রিলে

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৪ মে ২০২৫, ১৯:৫৪

ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স এসেছে এপ্রিলে

বিদায়ী এপ্রিল মাসে প্রবাসী বাংলাদেশিরা রেমিট্যান্স পাঠিয়ে দেশের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ রেকর্ড গড়েছেন। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, মাসজুড়ে দেশে এসেছে মোট ২৭৫ কোটি ২০ লাখ মার্কিন ডলারের রেমিট্যান্স, যা দেশীয় মুদ্রায় প্রায় ৩৩ হাজার ৫৭৪ কোটি টাকার সমপরিমাণ (প্রতি ডলার ১২২ টাকা ধরে)।

গড় হিসেবে প্রতিদিন দেশে এসেছে ৯ কোটি ১৭ লাখ ডলারের বেশি রেমিট্যান্স। এই প্রবাহ গত বছরের এপ্রিল মাসের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেড়েছে, কারণ তখন রেমিট্যান্স ছিল ২০৪ কোটি ৪০ লাখ ডলার।

বাংলাদেশ ব্যাংক জানায়, চলতি ২০২৪-২৫ অর্থবছরের প্রথম ১০ মাসে রেমিট্যান্স প্রবাহে প্রবৃদ্ধি হয়েছে ২৮ দশমিক ৩০ শতাংশ।

একক মাসের বিচারে, এপ্রিল ছিল দেশের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স প্রাপ্তির মাস। এর আগে মার্চ মাসে রেমিট্যান্স এসেছে রেকর্ড ৩২৯ কোটি ডলারের বেশি। আর তৃতীয় সর্বোচ্চ রেমিট্যান্স এসেছিল গত বছরের ডিসেম্বরে, যার পরিমাণ ছিল ২৬৪ কোটি ডলার।

এই ঊর্ধ্বমুখী প্রবণতা দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী করতে সহায়ক হবে বলেই আশা করা হচ্ছে।

Logo