রিজার্ভ ফের ৩১ বিলিয়ন ডলার ছাড়াল, প্রবৃদ্ধির নেপথ্যে প্রবাসীরা
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৭ আগস্ট ২০২৫, ২২:১৩
ছবি : সংগৃহীত
দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আবারও ৩১ বিলিয়ন ডলারের ঘরে ফিরেছে। বুধবার (২৭ আগস্ট) দিন শেষে বাংলাদেশ ব্যাংকের হিসাব অনুযায়ী, গ্রস রিজার্ভ দাঁড়িয়েছে ৩১ বিলিয়ন ৩৩ লাখ ডলার।
অর্থনীতিবিদদের মতে, রেমিট্যান্সের উচ্চ প্রবৃদ্ধি, রপ্তানি আয়ের বৃদ্ধি এবং আন্তর্জাতিক সংস্থাগুলোর ঋণসহায়তা রিজার্ভ বৃদ্ধিতে বড় ভূমিকা রাখছে। চলতি অর্থবছরে প্রবাসী আয়ে রেকর্ড প্রবৃদ্ধি হয়েছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরের প্রথম দুই মাসে (২০ আগস্ট পর্যন্ত) রেমিট্যান্স এসেছে ৪১২ কোটি ডলার, যা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ১৯ দশমিক ৬০ শতাংশ বেশি। পুরো ২০২৪-২৫ অর্থবছরে প্রবাসী আয় বেড়েছে প্রায় ২৭ শতাংশ, যা দাঁড়িয়েছে ৩০ দশমিক ৩৩ বিলিয়ন ডলারে।
২০২১ সালের আগস্টে ইতিহাসে প্রথমবারের মতো রিজার্ভ ৪৮ বিলিয়ন ডলার ছাড়িয়েছিল বাংলাদেশ। তবে রাজনৈতিক অস্থিরতা ও ডলার সংকটের কারণে তা ধারাবাহিকভাবে কমতে থাকে। ২০২৪ সালের জুলাই শেষে আওয়ামী লীগ সরকারের পতনের আগে রিজার্ভ নেমেছিল ২০ দশমিক ৪৮ বিলিয়ন ডলারে। সরকার পরিবর্তনের পর অর্থপাচারে নিয়ন্ত্রণ, হুন্ডি দমনে কার্যকর পদক্ষেপ এবং প্রবাসী আয়ের ধারাবাহিক প্রবাহে রিজার্ভ আবার ঘুরে দাঁড়াতে শুরু করেছে।
অর্থনীতিবিদরা মনে করছেন, প্রবাসী আয়ের এ ধারা অব্যাহত থাকলে এবং রপ্তানি খাতের প্রবৃদ্ধি ধরে রাখতে পারলে আগামী মাসগুলোতে রিজার্ভ আরও শক্তিশালী হতে পারে।

