এপ্রিলের ২৯ দিনে প্রবাসী আয় এসেছে পৌনে ৩২ হাজার কোটি টাকা

অনলাইন ডেস্ক
প্রকাশ: ৩০ এপ্রিল ২০২৫, ২২:৩৪

দেশে প্রবাসী আয়ের ধারা চলতি এপ্রিল মাসেও ইতিবাচক রূপে অব্যাহত রয়েছে। মাসের প্রথম ২৯ দিনেই দেশে এসেছে ২ দশমিক ৬১ বিলিয়ন ডলারের রেমিট্যান্স, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩১ হাজার ৮০৫ কোটি টাকার সমান (প্রতি ডলার ১২২ টাকা হিসাবে)। প্রতিদিন গড়ে এসেছে প্রায় ৯ কোটি ডলার বা ১ হাজার ৯৭ কোটি টাকা।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ঈদুল ফিতরের পূর্বে মার্চ মাসে দেশে এসেছিল রেকর্ড ৩ দশমিক ২৯ বিলিয়ন ডলারের রেমিট্যান্স, যা দেশের ইতিহাসে এক মাসে সর্বোচ্চ। সে হিসেবে মার্চে গড়ে প্রতিদিন এসেছিল ১০ দশমিক ৬১ কোটি ডলার বা ১ হাজার ২৯৫ কোটি টাকা।
প্রবাসী আয় বৃদ্ধির প্রভাবে বৈদেশিক মুদ্রার রিজার্ভেও ইতিবাচক পরিবর্তন এসেছে। এপ্রিলের মাঝামাঝি সময়ে রিজার্ভ ২৭ বিলিয়ন ডলারের কাছাকাছি পৌঁছায় এবং এখন তা বেড়ে ২৭ দশমিক ৪১ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে।
চলতি অর্থবছরের (২০২৪-২৫) প্রথম ৯ মাসে (জুলাই-মার্চ) মোট রেমিট্যান্স এসেছে ২১ দশমিক ৭৮ বিলিয়ন ডলার, যা আগের অর্থবছরের একই সময়ে ছিল ১৭ দশমিক ০৮ বিলিয়ন ডলার। ফলে এবার ৪ দশমিক ৭০ বিলিয়ন ডলার বা প্রায় ২৮ শতাংশ বেশি রেমিট্যান্স এসেছে।
বছরের মাসভিত্তিক পরিসংখ্যান বলছে, জুলাইয়ে এসেছিল ১ দশমিক ৯১ বিলিয়ন ডলার, এরপর আগস্টে তা বেড়ে দাঁড়ায় ২ দশমিক ২২ বিলিয়নে। সেপ্টেম্বর, অক্টোবর, ও নভেম্বরেও প্রতিমাসে রেমিট্যান্স ছিল দুই বিলিয়ন ডলারের ওপরে। ডিসেম্বরে এসেছে ২ দশমিক ৬৪ বিলিয়ন ডলার, যা তখন পর্যন্ত সর্বোচ্চ ছিল। এরপর জানুয়ারিতে আসে ২ দশমিক ১৯ বিলিয়ন ডলার এবং ফেব্রুয়ারিতে ২ দশমিক ৫৩ বিলিয়ন ডলার। মার্চে তা বেড়ে ৩ দশমিক ২৯ বিলিয়নে পৌঁছে রেকর্ড গড়ে এবং এপ্রিলের ২৯ দিনেই এসেছে ২ দশমিক ৬১ বিলিয়ন ডলার।
সংশ্লিষ্টরা বলছেন, দেশের প্রবাসীরা ধারাবাহিকভাবে অর্থনৈতিক অবদানের মাধ্যমে বৈদেশিক মুদ্রার জোগান বাড়াচ্ছেন। এই ধারাবাহিকতা অব্যাহত থাকলে দেশের অর্থনীতি আরও সুসংহত হবে বলে আশা করা যায়।