বাংলাদেশীদের জন্য ইউরোপে আশ্রয় পাওয়া কঠিন হয়ে উঠবে

অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৫, ১৭:৪২

ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) সাতটি দেশকে ‘নিরাপদ’ হিসেবে তালিকাভুক্ত করেছে, যার মধ্যে রয়েছে বাংলাদেশ ও ভারত। বুধবার প্রকাশিত এই তালিকায় আরও রয়েছে মিশর, কলম্বিয়া, কসোভো, মরক্কো ও তিউনিশিয়া। ইউ এই দেশগুলোর অভ্যন্তরীণ পরিস্থিতিকে ‘নিরাপদ’ হিসেবে আখ্যায়িত করেছে, অর্থাৎ এসব দেশে সাধারণভাবে মানুষ নির্যাতনের শিকার হওয়ার আশঙ্কা কম — এমনটা ধরে নেওয়া হচ্ছে।
ইইউ বলছে, এসব দেশকে নিরাপদ ঘোষণার ফলে সেখানকার নাগরিকদের আশ্রয় আবেদন এখন থেকে দ্রুত প্রত্যাখ্যাত হতে পারে। একইসঙ্গে তাদের নিজ দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়াও সহজ হবে।
ইইউর অভিবাসন কমিশনার ম্যাগনাস ব্রুনার জানান, সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে আশ্রয় আবেদন নিয়ে যে জট তৈরি হয়েছে, তা নিরসনে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ জরুরি হয়ে পড়েছে।
এদিকে, ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী মাত্তেও পিয়ান্তেদোসি এ সিদ্ধান্তকে ইতালির সরকারের জন্য ‘একটি সাফল্য’ বলে মন্তব্য করেছেন।