৩ বছরে নাগরিকত্ব পাওয়ার বিধান বাতিল করছে জার্মানি

অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৮ এপ্রিল ২০২৫, ২১:২১

জার্মানির পাসপোর্ট -ফাইল ছবি
তিন বছর বসবাস করলেই নাগরিকত্ব পাওয়ার সুবিধা বাতিল করতে যাচ্ছে জার্মানির নতুন সরকার। রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আসতে যাওয়া রক্ষণশীলদের নতুন জোটের চুক্তিপত্রে এমনটাই বলা হয়েছে৷
২৩ ফেব্রুয়ারির মধ্যবর্তী নিবাচনের পর সরকার গঠনের লক্ষে জোট বেধেছে রক্ষণশীল সিডিইউ/সিএসইউ ও মধ্য বামপস্থি এসপিডি। জোটের চুক্তি অনুসারে, নতুন সরকার জার্মানির নাগরিকত্ব পাওয়ার আইনে বেশ কিছু পরিবর্তন আনতে চলেছে। তবে বিদায়ী সরকার নাগরিকত্ব পাওয়া সহজ করার লক্ষে আইন পরিবর্তন করেছিলেন। এর মধ্যে তিন বছর জার্মানিতে বসবাস করলেই নাগরিকত্ব প্রদানের সুযোগ। সিডিইউ/সিএসইউর নেতৃত্বাধীন নতুন জোট সরকার চ্যান্সেলর ওলাফ শলৎস’র এই আইন পরিবর্তন করতে চলেছেন। নতুন জোটের দাবি, তিন বছরে নাগরিকত্ব পাওয়ার মানে হলো খুব অল্প সময়ে জার্মানির নাগরিকত্ব পেয়ে যাওয়া”। যা মানতে না পেরে এই রক্ষণশীল জোটের সরকার নির্বাচনে জিতে জার্মান নাগরিকত্বের বিষয়ে নিজেদের ভাবনার প্রতিফলন ঘটাতে যাচ্ছে।
ওলাফ শলৎসের সরকার নাগরিকত্ব আইন সহজ করার অংশ হিসেবে দ্বৈত নাগরিকত্বের বিধান যুক্ত করেছিল। যার ফলে অভিবাসীরা একসাথে দুই দেশের পাসপোর্ট রাখার সুযোগ পেয়েছিল। কুটনৈতিক সুত্র বলছে, নতুন রক্ষণশীল সরকার এই বিষয়ে সমালোচনা করলেও ধারণা করা হচ্ছে, দ্বৈত নাগরিকত্বের আইন বজায় রাখার বিষয়ে একমত হয়েছে জোট। উল্লেখ্য, তিন বছরে নাগরিকত্ব সুবিদা বিধান বতিল করলেও পাঁচ বছর পর নাগরিকত্ব পাওয়ার আইন বহাল রাখছে নতুন সরকার।