ইতালির নতুন অভিবাসন আইনের প্রথম শিকার বাংলাদেশি প্রবাসী

অনলাইন ডেস্ক
প্রকাশ: ২২ এপ্রিল ২০২৫, ২০:১৩

ইতালির কঠোর নতুন অভিবাসন আইনের প্রয়োগে প্রথমবারের মতো এক বাংলাদেশি নাগরিককে আলবেনিয়ার মাধ্যমে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী মাতেও পিয়ান্তেদোসি শনিবার সামাজিক যোগাযোগমাধ্যমে এই তথ্য জানান।
৪২ বছর বয়সী এই বাংলাদেশি নাগরিক ২০০৯ সাল থেকে ইতালিতে বসবাস করছিলেন। তবে সামাজিক নিরাপত্তা বিধিমালা লঙ্ঘনসহ একাধিক অভিযোগের ভিত্তিতে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। যদিও তার নাম প্রকাশ করেননি মন্ত্রী।
স্বরাষ্ট্রমন্ত্রী পিয়ান্তেদোসি বলেন, "এই প্রত্যাবাসন মানবপাচারকারীদের বিরুদ্ধে একটি বড় জয়। ইউরোপীয় ইউনিয়নের স্বীকৃত নিরাপদ দেশগুলোর নাগরিকদের ক্ষেত্রে এ ধরনের ব্যবস্থা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।"
এই ঘটনাটি ইতালির বিভিন্ন জাতীয় গণমাধ্যমে—যেমন ‘কোতিদিয়ানো ন্যাশনালে’, ‘তিজিকম টোয়েন্টিফোর’ ও ‘রোমা’—গুরুত্বসহকারে প্রকাশিত হয়েছে।
গত ২৮ মার্চ থেকে কার্যকর হওয়া নতুন নীতিমালার আওতায় ইতালির অভিবাসন কর্তৃপক্ষ মিলানসহ বিভিন্ন অঞ্চলে শরণার্থী ক্যাম্পে অভিযান চালায়। এরই ধারাবাহিকতায় মিলান ও তোরিনোসহ ছয়টি ক্যাম্প থেকে ৪০ জন অভিবাসীকে আটক করা হয়। তাদের মধ্যে কতজন বাংলাদেশি রয়েছেন, তা নিয়ে এখনও নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
১১ এপ্রিল, আটক অভিবাসীদের ‘লা নাভে লিব্রা’ নামের একটি জাহাজে করে ইতালির ব্রিনদিসি বন্দর থেকে আলবেনিয়ায় স্থানান্তর করা হয়। তবে রোমে অবস্থিত বাংলাদেশ দূতাবাস বলছে, ইতালির প্রশাসন কেবল ‘সম্ভাব্য বাংলাদেশি’ হিসেবে কিছু নাম উল্লেখ করলেও এখনো আনুষ্ঠানিকভাবে কোনো কূটনৈতিক তথ্য আদান-প্রদান করা হয়নি।
রোমে বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব সাইফুল ইসলাম জানান, “এই বিষয়ে আমাদের সঙ্গে কোনো আনুষ্ঠানিক যোগাযোগ হয়নি। আমরা খোঁজ নিচ্ছি।”
জর্জা মেলোনির নেতৃত্বাধীন ইতালির বর্তমান সরকার শুরু থেকেই অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে কড়া অবস্থান গ্রহণ করেছে। নতুন এই পদক্ষেপ সেই নীতিরই অংশ, যেখানে ইউরোপীয় ইউনিয়নের বাইরের দেশ থেকে আগত অনিবন্ধিত অভিবাসীদের আলবেনিয়ায় পাঠিয়ে ব্যবস্থা নেওয়া হচ্ছে।