ইতালিতে প্রবাসীদের মন জয় করলো শাকিব খান অভিনীত ‘বরবাদ’

অনলাইন ডেস্ক
প্রকাশ: ২২ এপ্রিল ২০২৫, ২০:১৮

ঈদ উপলক্ষে মুক্তিপ্রাপ্ত শাকিব খান অভিনীত ‘বরবাদ’ শুধু বাংলাদেশের প্রেক্ষাগৃহেই নয়, ইতালিতেও দর্শকদের মাঝে সাড়া ফেলেছে। প্রবাসী বাংলাদেশিদের আবেগ-অনুভূতি স্পর্শ করে সিনেমাটি ইতালির বেশ কয়েকটি শহরে প্রদর্শিত হচ্ছে এবং প্রতিটি শো-তেই মিলছে অভাবনীয় সাড়া।
রোমের বিখ্যাত ব্রডওয়ে সিনেমা হলে রোববার রাতে ‘বরবাদ’ প্রদর্শনের সময় প্রেক্ষাগৃহ ছিল কানায় কানায় পূর্ণ। দর্শকদের চাপ সামাল দিতে আয়োজকরা পরদিন সোমবার দ্বিতীয় শোয়ের আয়োজন করতে বাধ্য হন—সেটিও ছিল হাউসফুল।
প্রদর্শনীর আয়োজক আমির হোসেন জানান, “প্রবাসে থেকেও আমাদের সংস্কৃতির সঙ্গে প্রবাসীদের সংযোগ রাখতেই আমরা নিয়মিত বাংলা সিনেমা প্রদর্শন করছি। ‘বরবাদ’-এর প্রতি দর্শকদের আগ্রহ প্রমাণ করেছে, ভালো কন্টেন্ট পেলে প্রবাসীরাও হলে আসেন।”
কলকাতার অভিনেত্রী ইধিকা পাল শাকিব খানের বিপরীতে অভিনীত এই ছবিটি ইতোমধ্যেই ইতালির বাঙালি কমিউনিটিতে আলোচনার কেন্দ্রবিন্দুতে। দর্শকদের মতে, গল্প, অভিনয় ও নির্মাণমান—সব মিলিয়ে ‘বরবাদ’ উপভোগ্য এক অভিজ্ঞতা।
রোমে সিনেমাটি দেখে আসা প্রবাসী দর্শক এম কে রহমান লিটন বলেন, “এখনকার বাংলা সিনেমা অনেক আধুনিক হয়েছে। পরিবার নিয়ে হলে গিয়ে আনন্দসহকারে দেখা যায়। ‘বরবাদ’ তারই একটি উদাহরণ।”
শুধু রোমেই নয়, ভেনিসের আইএমজি সিনেমা হলে আজ মঙ্গলবার এবং আগামী ৪ মে ছবিটির দুটি শো অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। আয়োজক মুরাদ জানান, “প্রথম শোয়ের টিকিট ২৪ ঘণ্টার মধ্যেই শেষ হয়ে যায়। দর্শকের আগ্রহ দেখে আমরা দ্বিতীয় প্রদর্শনীর ব্যবস্থা করেছি।”
এদিকে মিলানে ছবিটি মুক্তির বিষয়ে আলোচনা চলছে, যা বাস্তবায়িত হলে এটি হবে ইতালিতে ‘বরবাদ’-এর তৃতীয় শহরভিত্তিক প্রদর্শনী।
প্রবাসে বাংলা সিনেমার প্রতি আগ্রহ এবং ইতিবাচক দর্শকপ্রতিক্রিয়া প্রমাণ করছে, বৈশ্বিক মঞ্চেও বাংলা চলচ্চিত্র ধীরে ধীরে জায়গা করে নিচ্ছে।