Logo
×

Follow Us

প্রবাস খবর

ফ্রান্সের উপকূল থেকে থেকে ৪৬ অভিবাসী উদ্ধার

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৫, ০২:১৯

ফ্রান্সের উপকূল থেকে থেকে ৪৬ অভিবাসী উদ্ধার

ফাইল ছবি

ফ্রান্সের উপকূলে মৃত্যুর মুখে পড়া ৪৬ জন অভিবাসীকে উদ্ধার করেছে ফরাসি কর্তৃপক্ষ। সোমবার (২১ এপ্রিল) কয়েকটি অভিযানে এই অভিবাসীদের উদ্ধার করা হয়। ফরাসি প্রেফেকচুর (প্রেমার)-এর এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান।

প্রথম ঘটনাটি ঘটে ব্লেরিও প্লাজ উপকূলের কাছাকাছি। একটি ছোট নৌকার ইঞ্জিন বিকল হয়ে সাগরে থেমে ছিলো। শুরুতে ‘করমোরাঁ’ নামের একটি ফরাসি টহল জাহাজ ঘটনাস্থলে পাঠানো হলেও পরবর্তীতে দায়িত্ব দেওয়া হয় ‘আবেই নরমান্দি’ নামক একটি উদ্ধারকারী চার্টার জাহাজকে।

আবেই নরমান্দি নৌকাটিতে থাকা ৪২ জন অভিবাসীকে নিরাপদে উদ্ধার করে এবং তাদের স্থানীয় বুলন-সুর-মের বন্দরে নিয়ে আসে। সেখানেই জরুরি সেবা কর্মীরা তাদের প্রাথমিক চিকিৎসা ও সহায়তা প্রদান করেন।

একই দিনে আরও চারজন অভিবাসী একটি নৌকা থেকে সাহায্য চান ফরাসি নৌসেনাদের কাছে। ওই নৌকার অন্যান্য যাত্রীরা যদিও তাদের যাত্রা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়, তবে সহায়তা চাওয়া চারজনকে করমোরাঁ টহল জাহাজ উদ্ধার করে কালে বন্দরে নিয়ে আসে। পরে তাদের দায়িত্ব হস্তান্তর করা হয় সংশ্লিষ্ট প্রশাসনের কাছে।

Logo