Logo
×

Follow Us

প্রবাস খবর

অস্ট্রিয়ার ভিয়েনায় নির্বাচনে আবারও জয়ী বাংলাদেশী বংশোদ্ভূত নয়ন

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৯ এপ্রিল ২০২৫, ১৬:৪৯

অস্ট্রিয়ার ভিয়েনায় নির্বাচনে আবারও জয়ী বাংলাদেশী বংশোদ্ভূত নয়ন

অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনার ২৩ নম্বর ডিস্ট্রিক্ট কাউন্সিলর পদে অনুষ্ঠিত নির্বাচনে দ্বিতীয়বারের মতো জয়ী হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত তরুণ রাজনীতিক মাহমুদুর রহমান নয়ন। রোববার (২৮ এপ্রিল) অনুষ্ঠিত ভিয়েনা সিটি ও রাজ্য নির্বাচনে তিনি অস্ট্রিয়ান পিপলস পার্টির (ÖVP) মনোনীত প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন এবং বিজয়ী হন।

ভোলার লালমোহন উপজেলার সন্তান নয়ন ভিয়েনায় জন্ম না নিলেও সেখানেই বেড়ে উঠেছেন। তার পরিবার গত চার দশকেরও বেশি সময় ধরে অস্ট্রিয়ায় স্থায়ীভাবে বসবাস করছে। নয়নের পিতা মুক্তিযোদ্ধা মাহবুবুর রহমান একজন বিশিষ্ট কমিউনিটি নেতা এবং ইউরোপিয়ান বাংলা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের প্রধান উপদেষ্টা।

তিন বোন এক ভাইয়ের মধ্যে সবার ছোট নয়ন শৈশব থেকেই নেতৃত্বগুণে নিজেকে আলাদা করে তুলেছেন। উচ্চশিক্ষার পাঠ নিয়েছেন অস্ট্রিয়ার হায়ার টেকনিক্যাল কলেজে। শিক্ষার্থী অবস্থায়ই তিনি সেখানকার সেন্ট্রাল স্টুডেন্ট ইউনিয়নের স্পিকার নির্বাচিত হন এবং প্রায় ১১ লাখ শিক্ষার্থীর প্রতিনিধিত্ব করার সুযোগ পান, যা অস্ট্রিয়ার শিক্ষাঙ্গনে এক অনন্য অর্জন।

মাত্র ২৯ বছর বয়সে নয়ন অস্ট্রিয়ার মূলধারার রাজনীতিতে প্রবেশ করে ২০২০ সালে প্রথমবারের মতো ভিয়েনার ২৩ নম্বর ডিস্ট্রিক্টের কাউন্সিলর নির্বাচিত হন। তার দল ÖVP ভিয়েনায় একটি প্রভাবশালী রাজনৈতিক শক্তি হিসেবে বিবেচিত।

পেশাগতভাবে তিনি সাংবাদিকতায়ও সক্রিয়। নয়ন ইউরোপ ভিত্তিক অনলাইন গণমাধ্যম ‘ইউরো বাংলা টাইমস’-এর প্রধান সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

পুনর্নির্বাচিত হওয়ার পর নয়ন বলেন, “এই বিজয় শুধুমাত্র আমার একার নয়, এটি ভিয়েনায় বসবাসরত প্রতিটি বাংলাদেশি-অস্ট্রিয়ান নাগরিকের সম্মিলিত অর্জন। আমি আপনাদের সবার প্রতি কৃতজ্ঞ এবং আগামীতেও আপনাদের পাশে থেকে দায়িত্ব পালনে প্রতিশ্রুতিবদ্ধ।”

নয়নের এই সাফল্য প্রবাসে থাকা বাংলাদেশিদের জন্য একটি গর্বের বিষয় এবং তরুণ প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস।

Logo