Logo
×

Follow Us

ফিচার

দিন দিন প্রবাসীদের মাঝে বাড়ছে ফোনে বিয়ে

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৫, ১৯:০৫

দিন দিন প্রবাসীদের মাঝে বাড়ছে ফোনে বিয়ে

ছবি: সংগৃহীত

টেলিফোনে বিয়ে! প্রবাসে অনেকের মুখে এ কথাটি শোনা যায়। বাংলাদেশের প্রায় ১ কোটি ৩০ লাখ প্রবাসী কর্মসংস্থান, উন্নত জীবনের আশায় বিশ্বের বিভিন্ন দেশে বসবাস করছেন। এদের অধিকাংশই প্রবাস জীবন শুরু করেন তরুণ বয়সে। কয়েক বছর বিদেশে থেকে দেশে এসেই মূলত বিয়ে করেন তারা। তবে সম্প্রতি প্রবাসে টেলিফোনে বিয়ে বৃদ্ধি পেয়েছে।

তেমনই ফোনে বিয়ে হয় প্রিয়ন্তি নামে এক মেয়ের। তখন মেয়েটির বয়স ছিল ১৩ ছুঁই ছুঁই। পড়তো ষষ্ঠ শ্রেণিতে। একদিন ক্লাস থেকে তাকে ডেকে বাসায় নিয়ে যান তার মা। ওই সময় বাড়িতে অপেক্ষা করছিলেন তিন মুরব্বি। প্রিয়ন্তি উঠানে পা রাখতেই মুরব্বিদের চোখেমুখে হাসির ঝিলিক। প্রিয়ন্তির কানে মোবাইল ধরিয়ে দিয়ে বলা হলো, তুমি শুধু তিনবার কবুল বলো। ওই কথা শুনে প্রিয়ন্তি ৭ থেকে ৮ বার কবুল বলে দেয়। 

মোবাইলের অপরপ্রান্তে কবুল বলা ছেলেটা ইতালি প্রবাসী। ছোট্ট প্রিয়ন্তি বিয়ে বোঝে না। মাসখানেক না যেতেই প্রবাসী স্বামী প্রিয়ন্তিকে তালাক দিযে দেয়। প্রিয়ন্তি তালাকটাও ঠিকমতো তখন বোঝেনি। সেই মেয়েটি বড় হয়ে বর্তমানে রাজধানীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়ছে। সবাই প্রিয়ন্তি নন, এমন হাজারও প্রিয়ন্তির জীবন ধ্বংস হচ্ছে ১ মিনিটের বিচ্ছেদে।

এখন প্রশ্ন হচ্ছে কেন বাড়ছে এমন ফোনে বিয়ে। প্রবাসী বাংলাদেশিদের মাঝেই বাড়ছে ফোনে বিয়ের প্রবণতা। প্রযুক্তির কল্যাণে এখন ঘরে ঘরে ইন্টারনেট, স্মার্টফোন। অন্যান্য জরুরি কাজের মতো তাই বিয়ের মাধ্যম হিসেবেও অনেক প্রবাসী বেছে নিচ্ছেন প্রযুক্তিকে।

বিশেষজ্ঞরা বলছেন, দাম্পত্যে মিল না হলেই যে বিচ্ছেদ সব সময়ে খুব সহজ হয়, তেমনটা নয়। সামাজিক বিয়ের সম্পর্কের সঙ্গে নানা বিষয় জড়িয়ে থাকে। কিন্তু প্রেমের বিয়ে কিংবা মোবাইল ফোনের মাধ্যমে বিয়ে-দাম্পত্যে বিচ্ছেদ ঘটাতে এক প্রকার হাতিয়ার হিসাবে ব্যবহৃত হচ্ছে। এসব বিয়ের সিদ্ধান্ত ও বাস্তবায়ন কয়েক মিনিটের মধ্যেই হয়। আবার ১ মিনিটের মধ্যেই এসব বিয়ের অনেক বিচ্ছেদও ঘটছে। 

তারা আরও জানান, মোবাইলে বিয়ে প্রবাসী নারী-পুরুষের মধ্যেই ঘটছে। প্রেম কিংবা ফোনে বিয়ে করা বর ও কনে পর্যায়ের সিদ্ধান্তকে গুরুত্ব বেশি দেওয়া হয়। পরিবার সদস্যদের পছন্দ-অপছন্দের মূল্যায়ন খুব একটা হয় না। ফলে বিচ্ছেদের ক্ষেত্রে স্বামী-স্ত্রীর সিদ্ধান্তই চূড়ান্ত। মোবাইলে বিয়ের প্রায় ক্ষেত্রে সংসার ও দেখাদেখিও হচ্ছে না, বিচ্ছেদের ঘটনা ঘটছে। 

আবার অনেক বিশেষজ্ঞ জানান, ভালো মেয়ের সন্ধান পেলে প্রবাসে থাকা ছেরের পরিবার দ্রুত বিয়ে দিতে চান। অনেক সময় প্রবাসে থাকা ছেলে ছুটি পায় না। তাই তাদের ফোনে বিযে দেওয়া হয়। আর মেয়ের পরিবারও প্রবাসে থাকা ছেলেকে পছন্দ করে। তবে এসব বিয়ে এত দ্রুত হয় যে ছেরে মেযে নিজেদের জানতে পারে না। এতে একটা সময় তাদের বনিবনা না হওয়ায় ডিভোর্সও হয়।

Logo