
সৌদি আরব বাংলাদেশি কর্মীদের এক পছন্দের নাম। লাখ লাখ প্রবাসী কাজ করেন এই দেশে। দেশের অর্থনীতিতে সবচেয়ে বেশি অবদান সৌদি প্রবাসীদের পাঠানো রেমিটেন্স। ধর্ম ও পারিপার্শ্বিক অবস্থা অনুকূলে হওয়ায় বাংলাদেশি কর্মীদের জন্য প্রধান গন্তব্যস্থল সৌদি আরব।
তেল সমৃদ্ধ সৌদি আরব প্রতি বছর নানা পেশার বিদেশি শ্রমিক নেওয়ার জন্য বিভিন্ন ধরনের ভিসার সার্কুলার দেয়।তবে সৌদি আরবের কাজের ভিসার মধ্যে চাহিদার শীর্ষে আছে ফ্রি ভিসা।
ফ্রি ভিসা পাওয়াটা এখন যেন সোনার হরিণ। কারণ এই ভিসায় সৌদি আরব গিয়ে নিজ ইচ্ছা মত যে কোন কাজ বা নিজ ইচ্ছা মত যে কোনো কোম্পানিতে কাজ করার অনুমতি থাকে।
চাহিদা বেশি হওয়ায় ফ্রি ভিসা বর্তমানে পাওয়াটা এখন একটু কঠিন। তবে, সহজে ফ্রি ভিসা পাওয়া না গেলেও পরিচিত কেউ থাকলে অল্প খরচেই বাগিয়ে নিতে পারেন এই সোনার হরিণ। তবে দালাল বা এজেন্সির মাধ্যমে সৌদি ফ্রি ভিসা পেতে গুণতে হবে দ্বিগুণ টাকা। বর্তমানে ৬ থেকে ৭ লাখ টাকা খরচ হবে সৌদি ফ্রি ভিসার জন।
উলেখ, অনেকে মনে করে অল্প বয়সে সৌদি ফ্রি ভিসা পাওয়া যায় না। তাহলে সঠিক বয়স কোনটি। এমন তথ্য লোকমুখে শোনা গেলেও আসলে এই ভিসা পেতে আপনার বয়স ১৮ উপরে হলেই মিলবে।