সৌদিতে সহজেই মিলছে ফ্যামিলি ভিজিট ভিসা, খরচ ও প্রক্রিয়া জানুন

অনলাইন ডেস্ক
প্রকাশ: ২২ এপ্রিল ২০২৫, ২০:৩৭

সৌদি আরবে কর্মরত হাজারো বাংলাদেশি প্রবাসীর জন্য পরিবার থেকে দীর্ঘদিন দূরে থাকা যেন এক কঠিন বাস্তবতা। তবে এই বিচ্ছিন্নতাকে দূর করতে সৌদি সরকার চালু রেখেছে ফ্যামিলি ভিজিট ভিসা প্রক্রিয়া, যার মাধ্যমে প্রবাসীরা এখন তুলনামূলক সহজ পদ্ধতিতে পরিবারের সদস্যদের নিজেদের কাছে নিয়ে আসতে পারছেন।
কত খরচ লাগবে?
ফ্যামিলি ভিজিট ভিসা পেতে হলে কিছু নির্ধারিত ফি পরিশোধ করতে হয়। নিচে খরচের বিবরণ তুলে ধরা হলো:
-
এম্বেসি ফি: ১৪,০০০ টাকা
-
ইনস্যুরেন্স ফি: ৩,০০০ থেকে ৮,০০০ টাকা (এটি ভিন্ন হতে পারে নির্ভর করে নির্দিষ্ট দূতাবাসের ওপর)
-
অন্যান্য ফি (নোটারি, অনুবাদ, অনুমোদন ও অ্যাপয়েন্টমেন্ট): ২,৫০০ টাকা
এই খরচগুলো পরিশোধ করলেই ভিসা প্রক্রিয়ার আনুষ্ঠানিকতা শুরু করা যায়।
কোন কোন ডকুমেন্টস লাগবে?
ভিসা প্রক্রিয়াকে সহজ করতে হলে নির্ভুলভাবে প্রস্তুত করতে হবে প্রয়োজনীয় কাগজপত্র। নিচে তালিকাভুক্ত করা হলো যেসব ডকুমেন্টস জমা দিতে হবে:
-
তলবকারী প্রবাসীর ভিসা কপি
-
পাসপোর্ট ও ইকামা (Absher থেকে ডাউনলোড করা)
-
যাত্রীর মূল পাসপোর্ট (সর্বনিম্ন ৬ মাস মেয়াদ থাকা আবশ্যক)
-
বৈবাহিক সম্পর্কের প্রমাণস্বরূপ কাবিননামা (স্ত্রীর ক্ষেত্রে)
-
জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধন সনদ
-
সাদা ব্যাকগ্রাউন্ডের ২ কপি পাসপোর্ট সাইজ ছবি (মহিলাদের ক্ষেত্রে কানের অংশ স্পষ্ট হতে হবে)
-
১৯ বছর বা তদূর্ধ্ব বয়সী যাত্রীর জন্য পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট
কতদিন লাগে?
সাধারণভাবে ভিসা প্রক্রিয়া সম্পন্ন হতে সময় লাগে সর্বোচ্চ ৫ কর্মদিবস।