Logo
×

Follow Us

প্রবাস খবর

১৬ দেশে সরকার নির্ধারিত অভিবাসন ব্যয় কত?

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৫, ১৬:৪৫

১৬ দেশে সরকার নির্ধারিত অভিবাসন ব্যয় কত?

বছরের পর বছর অভিবাসন ব্যয় শুধু বাড়ছেই। বিশ্বের ১৬টি দেশে কর্মী হিসেবে যেতে কত টাকা করে খরচ হবে—২০১৬ সালে তা নির্ধারণ করে দিয়েছে সরকার। কিন্তু প্রকৃতপক্ষে নির্ধারিত খরচের চেয়ে অনেক বেশি টাকা ব্যয় করতে হয় একজন অভিবাসন প্রত্যাশীকে। বিভিন্ন সংস্থার গবেষণা ও সমীক্ষা বলছে, একজন অভিবাসন প্রত্যাশীর সরকার নির্ধারিত ব্যয়ের কয়েকগুণ বেশি অর্থ অভিবাসনে খরচ হয় এবং তার একটি বড় অংশ চলে যায় মধ্যস্বত্বভোগকারী এবং শ্রমবাজার সিন্ডিকেটের পকেটে।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সূত্রে জানা যায়, সরকারের নির্ধারিত অভিবাসন খরচ সৌদি আরবে ১ লাখ ৬৫ হাজার টাকা, মালয়েশিয়ায় ৭৮ হাজার ৯৯০, সিঙ্গাপুরে (প্রশিক্ষণসহ) ২ লাখ ৬২ হাজার ২৭০, লিবিয়ায় ১ লাখ ৪৫ হাজার ৭৮০, বাহরাইনে ৯৭ হাজার ৭৮০, সংযুক্ত আরব আমিরাতে ১ লাখ ৭ হাজার ৭৮০, কুয়েতে ১ লাখ ৬ হাজার ৭৮০, ওমানে ১ লাখ ৭৮০, ইরাকে ১ লাখ ২৯ হাজার ৫৪০, কাতারে ১ লাখ ৭৮০, জর্ডানে ১ লাখ ২ হাজার ৭৮০, মিসরে ১ লাখ ২০ হাজার ৭৮০, মালদ্বীপে ১ লাখ ১৫ হাজার ৭৮০,  লেবাননে ১ লাখ ১৭ হাজার ৭৮০, জর্ডানে এক লাখ ২ হাজার ৭৮০ এবং রাশিয়ায় এক লাখ ৬৬ হাজার ৬৪০ টাকা। 

যদিও দালালের মাধ্যমে বিদেশ যাওয়া কর্মীদের সরকার নির্ধারিত ফির পাঁচ গুণ অর্থ ব্যয় করতে হয়। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) অভিবাসন ব্যয় জরিপে বলা হয়েছে, একজন অদক্ষ অভিবাসী কর্মীর গড় নিয়োগ ব্যয় ৪ লাখ ৭৮ হাজার এবং দক্ষ কর্মীর ৪ লাখ ২৭ হাজার টাকা।

Logo