Logo
×

Follow Us

প্রবাস খবর

হঠাৎ ফোনকলে জানতে পারলেন, কোটিপতি হয়ে গেছেন প্রবাসী

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৩ আগস্ট ২০২৫, ১৯:২২

হঠাৎ ফোনকলে জানতে পারলেন, কোটিপতি হয়ে গেছেন প্রবাসী

দুবাইয়ে প্রবাস জীবনের শুরুটা যেমন হয়—কঠিন পরিশ্রম, নতুন শহরের অচেনা জীবন আর দূরে থাকা পরিবারের কষ্ট—এই গল্পটিও তেমনই শুরু হয়েছিল। বুধবার (২১ আগস্ট) দুপুরে এক অফিসকর্মী ব্যস্ত ছিলেন তার রুটিন কাজ নিয়ে। হঠাৎ বাজল ফোন। অপরিচিত নম্বর। ওপাশ থেকে জানানো হলো, তিনি জিতেছেন দুবাই ডিউটি ফ্রি (ডিডিএফ) মিলেনিয়াম মিলিয়নিয়ারের লটারি। পুরস্কারের পরিমাণ—১০ লাখ দিরহাম, বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩ কোটি ৩০ লাখ টাকা।


প্রথমে বিশ্বাস করতে পারলেন না তিনি। মনে হলো হয়তো প্রতারণা বা ভুল কল। বারবার নম্বর যাচাই করলেন, মিলিয়ে দেখলেন টিকিট। প্রতিবারই ফলাফল একই—এটি সত্যি।


এই অবিশ্বাস্য ভাগ্যবান ব্যক্তি ভারতের কেরালার তরুণ শ্রীরাজ এমআর। মাত্র চার মাস আগে তিনি সংযুক্ত আরব আমিরাতে এসেছেন, একটি প্রতিষ্ঠানে হিসাব সহকারীর চাকরি নিয়ে। এখনো পুরোপুরি মানিয়ে উঠতে পারেননি নতুন জীবনে। তবু সহকর্মী প্রদীপের প্রস্তাবে একসঙ্গে কিনেছিলেন লটারির টিকিটটি। ভাগ্য এবার দুজনেরই দরজায় কড়া নাড়ল।


প্রদীপের প্রতিক্রিয়া ছিল আবেগময়—“এতদিন ধরে টিকিট কিনেছি, কিছুই জেতিনি। যখন নিশ্চিত হলাম, আনন্দে চিৎকার করেছিলাম,” বললেন তিনি।


শ্রীরাজের চোখে এখনো বিস্ময়ের ছাপ—“দুবাই আমার জন্য সত্যিই সৌভাগ্য নিয়ে এসেছে। দেশে কখনো লটারিতে জিতিনি। ভাবিনি জীবন এত দ্রুত বদলে যেতে পারে,” মন্তব্য করেন তিনি।

Logo