বাংলাদেশ থেকে ৭২৫ জন সেনাসদস্য নিয়োগ দেবে কাতার

অনলাইন ডেস্ক
প্রকাশ: ২২ এপ্রিল ২০২৫, ১৭:৫৪

বাংলাদেশ ও কাতারের মধ্যে সামরিক সহযোগিতা আরও দৃঢ় হচ্ছে। সম্প্রতি ঘোষণা এসেছে, কাতার সরকার বাংলাদেশ থেকে ৭২৫ জন সেনাসদস্য নিয়োগ দেবে। আগামী দুই মাসের মধ্যেই এই প্রক্রিয়া শুরু হওয়ার কথা রয়েছে। মূলত দেশটির বিভিন্ন নিরাপত্তা ও প্রশাসনিক দায়িত্ব পালনের লক্ষ্যে এই সেনাসদস্যদের নিয়োগ দেওয়া হবে।
বর্তমানে কাতারের রাজধানী দোহায় অনুষ্ঠিত ‘আর্থনা শীর্ষ সম্মেলন’-এ যোগ দিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল সফররত রয়েছে। এ সফরের সময়ই এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের ঘোষণা আসে।
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, এই নিয়োগ প্রক্রিয়া শুধু এককালীন নয় — বরং প্রতি তিন বছর অন্তর ৭২৫ জন সেনাসদস্য নিয়োগের পরিকল্পনা করা হয়েছে। ভবিষ্যতে এই সংখ্যা আরও বাড়ানোর সম্ভাবনাও রয়েছে।
বিশ্লেষকরা মনে করছেন, এই উদ্যোগ শুধু দুই দেশের সামরিক সম্পর্ক জোরদারই করবে না, বরং বাংলাদেশের কর্মসংস্থান ও বৈদেশিক মুদ্রা অর্জনের ক্ষেত্রেও ইতিবাচক প্রভাব ফেলবে। ইতোমধ্যে কুয়েতে দীর্ঘদিন ধরে বাংলাদেশি সেনাসদস্যরা বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন। সেই অভিজ্ঞতার ভিত্তিতে কাতারও বাংলাদেশি সেনাসদস্যদের উপর আস্থা রাখছে।
বিশেষজ্ঞদের মতে, মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ও কূটনৈতিক কাঠামোয় বাংলাদেশের অবস্থান ক্রমশই শক্তিশালী হচ্ছে। শুধু শ্রমবাজার নয়, এখন সামরিক ও কূটনৈতিক পর্যায়েও বাংলাদেশের সক্রিয় উপস্থিতি তৈরি হচ্ছে। এই নিয়োগ কার্যক্রম সেই পথচলারই একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।