
আসন্ন হজ মৌসুমকে সামনে রেখে সৌদি আরব ওমরাহ পারমিট ইস্যু সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। ২৯ এপ্রিল ২০২৫ থেকে ১০ জুন ২০২৫ পর্যন্ত এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে বলে জানিয়েছে দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয়।
ঘোষণায় বলা হয়, এ সময় সৌদি নাগরিক, উপসাগরীয় সহযোগিতা পরিষদ (জিসিসি) দেশের নাগরিক এবং অন্যান্য ভিসাধারীরা নুসুক প্ল্যাটফর্ম বা অন্য কোনো মাধ্যমে ওমরাহ পারমিট সংগ্রহ করতে পারবেন না। কেবলমাত্র বৈধ হজ পারমিটধারী, মক্কাবাসী এবং নিবন্ধিত হজকর্মীদের মক্কায় প্রবেশের অনুমতি দেওয়া হবে।
এছাড়া, ২৩ এপ্রিল ২০২৫ থেকে মক্কায় প্রবেশের জন্য ‘আবশার’ বা ‘মুকিম’ প্ল্যাটফর্মের মাধ্যমে ইস্যুকৃত সরকারি অনুমতিপত্র বাধ্যতামূলক করা হয়েছে। হজ ভিসা ছাড়া কেউ মক্কায় প্রবেশ বা অবস্থান করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও সতর্ক করেছে মন্ত্রণালয়।
সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, এ সিদ্ধান্তের মূল লক্ষ্য হলো হজের সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করা এবং বিপুলসংখ্যক হাজির নিরাপত্তা রক্ষা করা। চাঁদ দেখার ওপর নির্ভর করে ৬ জুন ২০২৫-এর আশপাশে হজের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।