Logo
×

Follow Us

অন্যান্য

আশীর্বাদের ছলে অভিনেত্রীকে অশালীনভাবে স্পর্শ ভারতীয় পুরোহিতের

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১১ জুলাই ২০২৫, ১৯:০৯

আশীর্বাদের ছলে অভিনেত্রীকে অশালীনভাবে স্পর্শ ভারতীয় পুরোহিতের

মালয়েশিয়ার সেপাংয়ে একটি মন্দিরে এক ভারতীয় পুরোহিতের বিরুদ্ধে যৌন হেনস্তার গুরুতর অভিযোগ তুলেছেন দেশটির অভিনেত্রী ও সাবেক সৌন্দর্য প্রতিযোগিতার বিজয়ী লিসাল্লিনি কানারান। অভিযোগ অনুযায়ী, ‘আশীর্বাদ’ ও ‘পবিত্র পানি’ প্রয়োগের কথা বলে পুরোহিত তার শরীর স্পর্শ করেন এবং অশালীন আচরণ করেন।

বিষয়টি সামাজিকমাধ্যমে প্রকাশ্যে এনে অভিনেত্রী জানান, গত ২১ জুন তিনি একা মন্দিরে গেলে ঘটনাটি ঘটে। তার মা তখন ভারতে অবস্থান করছিলেন।

ইনস্টাগ্রামে প্রকাশিত একটি আবেগঘন বিবৃতিতে লিসাল্লিনি বলেন, ধর্মীয় আচার নিয়ে অনভিজ্ঞ থাকায় তিনি ওই পুরোহিতের ওপর আস্থা রেখেছিলেন। তিনি প্রতিদিন নিয়মিত ওই মন্দিরে যেতেন এবং ধীরে ধীরে ধর্মীয় রীতি সম্পর্কে শিখছিলেন।

ঘটনার দিন পুরোহিত তাকে অফিসকক্ষে ডেকে নেন এবং একধরনের সুগন্ধিযুক্ত তরল বের করে জানান, এটি ভারতের পবিত্র পানি। এরপর ওই পানি মুখে ছিটাতে ছিটাতে হঠাৎ তার শরীরে হাত দেন এবং “শরীরের কল্যাণের জন্য” কিছু ধর্মীয় আচার পালনের অজুহাত দেখান।

“আমি চোখ খুলতে পারছিলাম না, শরীর যেন অসাড় হয়ে গিয়েছিল। তিনি আমাকে টাইট কাপড় পরার জন্য তিরস্কার করেন এবং এক পর্যায়ে আমার ব্লাউজ খুলে দিতে বলেন,” বলেন লিসাল্লিনি। “আমি সব বুঝেও প্রতিবাদ করতে পারিনি। শান্তি খুঁজতে গিয়েছিলাম, কিন্তু ফিরে এসেছি অপমান নিয়ে।”

সেপাংয়ের পুলিশ প্রধান নোরহিজাম বাহামান গণমাধ্যমকে জানান, অভিযুক্ত ব্যক্তি ওই মন্দিরের মূল পুরোহিত নন। তিনি ছিলেন দায়িত্বপ্রাপ্ত একজন ভারতীয় পুরোহিত, যিনি সাময়িকভাবে দায়িত্বে ছিলেন।

পুলিশ বলছে, অভিযোগটি গুরুত্ব সহকারে গ্রহণ করা হয়েছে এবং ঘটনা তদন্তাধীন রয়েছে। অভিযুক্ত পুরোহিতের পরিচয় ও অবস্থান নিশ্চিত করার চেষ্টা চলছে।

নিজ অভিজ্ঞতা জনসমক্ষে তুলে ধরার সিদ্ধান্ত যে সহজ ছিল না, সেটিও স্বীকার করেছেন এই অভিনেত্রী। “বিষয়টি বলা সহজ নয়, কিন্তু আমি এখন আর চুপ থাকতে পারি না,” বলেন তিনি। “আমি বিশ্বাস করেছিলাম, ধর্মীয় স্থান হবে শান্তির আশ্রয়। কিন্তু সেই জায়গায় আমার বিশ্বাস ভেঙে গেছে।”

লিসাল্লিনি ২০২১ সালে ‘মিস গ্র্যান্ড মালয়েশিয়া’ খেতাব জিতেছিলেন এবং বিভিন্ন সামাজিক ইস্যুতে সরব থেকেছেন। তার এই প্রকাশ্য প্রতিবাদ অনেকের কাছেই সাহসের উদাহরণ হয়ে উঠেছে।


Logo