Logo
×

Follow Us

অন্যান্য

নড়াইলে সৌদি প্রবাসী হত্যার ঘটনায় পুরুষশূন্য গ্রাম

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৮ এপ্রিল ২০২৫, ০০:৫৯

নড়াইলে সৌদি প্রবাসী হত্যার ঘটনায় পুরুষশূন্য গ্রাম

ভাঙচুর করা বাড়ি

নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতী থানার অন্তর্গত চর জয়নগর গ্রাম এখন এক গভীর আতঙ্কে মোড়ানো নিস্তব্ধ জনপদে পরিণত হয়েছে। সম্প্রতি এক সৌদি প্রবাসী হত্যার ঘটনাকে কেন্দ্র করে চলা সহিংসতার জেরে গ্রামের পুরুষরা আত্মগোপনে চলে গেছেন, এমনকি নারীরাও নিরাপত্তাহীনতায় এলাকা ছেড়েছেন।

জানা গেছে, রমজান মাসে গ্রামের বাসিন্দা সৌদি প্রবাসী আকরাম শেখ (৪৩) নৃশংসভাবে খুন হন। হত্যার প্রতিক্রিয়ায় প্রতিপক্ষ গ্রুপ প্রায় ২১টি বাড়িতে ভাঙচুর, লুটপাট এবং অগ্নিসংযোগ চালায়। এসব ঘটনার পর পুরো গ্রাম কার্যত জনমানবশূন্য হয়ে পড়ে।

বুধবার (১৬ এপ্রিল) সকালে চর জয়নগর ঘুরে দেখা যায়, মধুমতী নদীর তীরে অবস্থিত এই গ্রামটি একসময় সৌদি প্রবাসীদের কারণে উন্নত ঘরবাড়ির জন্য পরিচিত ছিল। কিন্তু সাম্প্রতিক সহিংসতায় বহু বাড়িঘর এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। স্থানীয়রা জানান, প্রায় ১৫-২০টি বাড়ি সম্পূর্ণরূপে বসবাসের অনুপযুক্ত হয়ে পড়েছে।

আশ্রয় নেয়া নারী ও বৃদ্ধরা বলছেন, “বাড়িঘর হারিয়েছি, এখন নিজের জীবনও নিরাপদ মনে হচ্ছে না। আমরা বিচার চাই, বাড়ি ফিরে যেতে চাই নিরাপদে।”

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গ্রামে দীর্ঘদিন ধরে চলে আসা বিরোধ এবং আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গত ১২ মার্চ সন্ধ্যায় আকরাম শেখকে একটি দোকানে কুপিয়ে হত্যা করে প্রতিপক্ষের লোকজন। গুরুতর আহত অবস্থায় তাকে গোপালগঞ্জ সদর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

ঘটনার পর প্রতিশোধপরায়ণ হয়ে পিরু শেখ, ইকরাম শেখ ও দ্বীন ইসলাম মোল্যার নেতৃত্বে প্রায় ৫০-৬০ জন মিলে প্রতিপক্ষ আনসার জমাদ্দার, ইসমাইল জমাদ্দার, ফহম সিকদারসহ আরও কয়েকজনের বাড়িতে হামলা চালায়।

এ ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পক্ষ থেকে একটি মামলা দায়ের করা হয়েছে। পাশাপাশি নিহত আকরাম শেখের ভাই ইকরাম শেখ হত্যাকাণ্ডের ঘটনায় ৪৬ জনের নাম উল্লেখসহ আরও ১০-১২ জনকে অজ্ঞাতনামা আসামি করে থানায় মামলা করেন।

নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শরিফুল ইসলাম জানান, হত্যাকাণ্ড ও সহিংসতার ঘটনায় মোট চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে দুজন আকরাম শেখ হত্যা মামলার এজাহারভুক্ত আসামি এবং অপর দুজন ভাঙচুর ও লুটপাটের ঘটনায় গ্রেপ্তার হন।

Logo