Logo
×

Follow Us

অন্যান্য

প্রবাসী নারীকে বিয়ের গুঞ্জন নিয়ে মুখ খুললেন জায়েদ খান

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০১ মে ২০২৫, ০০:২০

প্রবাসী নারীকে বিয়ের গুঞ্জন নিয়ে মুখ খুললেন জায়েদ খান

বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন জনপ্রিয় ঢাকাই চলচ্চিত্র অভিনেতা জায়েদ খান। দেশের রাজনৈতিক অস্থিরতার মধ্যে তার বিদেশে অবস্থান এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিয়ের গুঞ্জন একত্রে আলোচনার জন্ম দিয়েছে।

মঙ্গলবার (২৯ এপ্রিল) সামাজিক মাধ্যমজুড়ে হঠাৎ ছড়িয়ে পড়ে, যুক্তরাষ্ট্র প্রবাসী এক নারীকে বিয়ে করেছেন ‘অন্তর জ্বালা’ খ্যাত এই নায়ক। কেউ কেউ আবার দাবি করেন, কোনো চিত্রনায়িকাই নাকি হয়েছেন তার জীবনসঙ্গিনী। নানা ধরনের মন্তব্যে সরগরম হয়ে ওঠে ফেসবুকসহ বিভিন্ন প্ল্যাটফর্ম।

এসব গুঞ্জনের জবাবে জায়েদ খান নিজেই মুখ খুলেছেন। তিনি জানান, “আমি ফেসবুকে দেখলাম—আমি নাকি বিয়ে করে ফেলেছি, এমনকি স্ত্রীকে নিয়ে দুবাই হানিমুনেও যাচ্ছি! বাস্তবে কিন্তু এর কিছুই সত্য নয়। আমি এখন যুক্তরাষ্ট্রে নতুন কিছু প্রজেক্টের কাজে ব্যস্ত আছি এবং পাশাপাশি নিজের জন্য সময় নিচ্ছি।”

বিয়ের গুজব নিয়ে প্রশ্ন করা হলে, জায়েদ খান হেসে বলেন, “বিব্রতও হয়েছি, আবার মজাও লাগছে। কারণ, আমার নাম জড়ালেই খবর ভাইরাল হয়—সেই জায়গা থেকেই হয়তো এসব লেখা হচ্ছে।”

‘মোস্ট এলিজিবল ব্যাচেলর’ হিসেবে পরিচিত এই অভিনেতাকে নিয়ে এমন গুঞ্জন আগে থেকেও শোনা গেছে, তবে এবার তার বিদেশে অবস্থান এবং দীর্ঘদিন মিডিয়া থেকে দূরে থাকা বিষয়টিকে কেন্দ্র করেই বাড়তি কৌতূহল তৈরি হয়েছে ভক্তদের মধ্যে।

সবশেষে, অভিনেতা নিজেই জানিয়ে দিয়েছেন—বিয়ের খবর সম্পূর্ণ গুজব, আপাতত তার মনোযোগ ক্যারিয়ার এবং ভবিষ্যৎ পরিকল্পনার দিকেই।


Logo