Logo
×

Follow Us

প্রবাস খবর

লিবিয়া থেকে দেশে ফিরেছেন ১৭৭ বাংলাদেশি অভিবাসী

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০২ মে ২০২৫, ২০:২৮

লিবিয়া থেকে দেশে ফিরেছেন ১৭৭ বাংলাদেশি অভিবাসী

লিবিয়ার বেনিনা আন্তর্জাতিক বিমানবন্দরে একটি ফ্লাইটে করে দেশে ফিরেছেন বাংলাদেশি অভিবাসীরা৷ ছবি: লিবিয়ায় বাংলাদেশ দূতাবাস

লিবিয়ার রাজধানী ত্রিপোলি থেকে ১৭৭ জন বাংলাদেশি অভিবাসী দেশে ফিরেছেন, যারা অনিয়মিত অভিবাসী হিসেবে লিবিয়ায় আটক ছিলেন। জাতিসংঘের আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)-এর সহযোগিতায় এই ফিরতি যাত্রা সম্পন্ন হয়। বুধবার (৩০ এপ্রিল) লিবিয়া থেকে তাদের দেশে পাঠানো হয় এবং পরদিন, ১ মে তারা ঢাকায় পৌঁছান। 

লিবিয়ার বেনিনা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বুরাক এয়ারের একটি ফ্লাইটে তাদের দেশে ফেরানো হয়। ত্রিপোলি বাংলাদেশ দূতাবাসের এক কর্মকর্তা জানান, ২৫ জন বাংলাদেশি লিবিয়ার বেনগাজির গানফুদা ডিটেনশন সেন্টারে আটক ছিলেন, বাকি ১৫২ জন দেশটির পূর্বাঞ্চল এবং বেনগাজী থেকে স্বেচ্ছায় দেশে ফিরে এসেছেন। তাদের মধ্যে ১৬ জন অভিবাসী শারীরিকভাবে অসুস্থ ছিলেন।

বাংলাদেশি অভিবাসীদের বিমানবন্দরে বিদায় জানান রাষ্ট্রদূত মেজর জেনারেল আবুল হাসনাত মুহাম্মদ খায়রুল বাশার। রাষ্ট্রদূত বিমানবন্দরে বলেন, “অনিয়মিত অভিবাসনের ঝুঁকি ও এর নেতিবাচক প্রভাব সম্পর্কে অভিবাসীদের মধ্যে সচেতনতা বাড়াতে হবে।” তিনি আরও বলেন, “দেশে ফিরে পাচারকারী চক্রের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে অভিবাসীদের প্রতি পরামর্শ দেওয়া হচ্ছে।”

এছাড়া, রাষ্ট্রদূত অভিবাসীদের প্রতি বিশেষভাবে আহ্বান জানান যে, তারা যেন নিয়মিত ও নিরাপদ পথে বিদেশে যান এবং ঝুঁকিপূর্ণ অবস্থায় না পড়েন।

আইওএম-এর সহযোগিতায় এই অভিবাসীদের নিরাপদে দেশে ফেরানো সম্ভব হয়েছে, এটি বাংলাদেশের অভিবাসন নীতি ও আন্তর্জাতিক সহযোগিতার সফল উদাহরণ হিসেবে চিহ্নিত হয়েছে।

Logo