Logo
×

Follow Us

প্রবাস খবর

মালয়েশিয়ার কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, বাংলাদেশিসহ আহত চার প্রবাসী

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৪ মে ২০২৫, ০০:২১

মালয়েশিয়ার কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, বাংলাদেশিসহ আহত চার প্রবাসী

মালয়েশিয়ার সেলাঙ্গর রাজ্যের একটি পাম তেল কারখানায় ভয়াবহ বিস্ফোরণে বাংলাদেশিসহ চারজন বিদেশি শ্রমিক আহত হয়েছেন। শনিবার (৩ মে) সকালে ঘটে যাওয়া এই দুর্ঘটনার সময় শ্রমিকরা কারখানায় তাদের নিয়মিত কাজ করছিলেন।

বিস্ফোরণের সূত্রপাত ঘটে কারখানার স্টিম বয়লার থেকে। এতে মারাত্মক আহত হন এক বাংলাদেশি, দুজন নেপালি এবং একজন ভারতীয় শ্রমিক। স্থানীয় কর্তৃপক্ষের বরাতে জানা গেছে, আহতদের মধ্যে একজনের পায়ে মারাত্মক আঘাত লাগে এবং তাদের তাৎক্ষণিকভাবে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে হাসপাতাল সূত্র জানিয়েছে, বর্তমানে তারা কেউই আশঙ্কাজনক অবস্থায় নেই।

দুর্ঘটনার বিষয়ে ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক আহমেদ মুখলিস মেখতার জানান, বিস্ফোরণের পর পরই শ্রমিকরা দ্রুত সরে যাওয়ায় বড় ধরনের প্রাণহানি এড়ানো সম্ভব হয়েছে। আগুন ছড়িয়ে পড়ার আগেই তা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়, যদিও বিস্ফোরণের সময় সেখানে গরম গ্যাস এবং পাম্পিং যন্ত্র চালু ছিল।

দুর্ঘটনায় আহত শ্রমিকদের নাম-পরিচয় এখনো আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি। তবে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, তাদের মধ্যে কেউই গুরুতর আহত নন এবং সবাই বর্তমানে চিকিৎসাধীন।

এই ঘটনায় মালয়েশিয়ায় কর্মরত অভিবাসী শ্রমিকদের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। বিশেষ করে বাংলাদেশি, নেপালি এবং ভারতীয় শ্রমিকদের স্বাস্থ্য ও কর্মপরিবেশের নিরাপত্তা নিশ্চিত করতে কর্তৃপক্ষকে আরও সতর্ক ও দায়িত্বশীল ভূমিকা নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

Logo