Logo
×

Follow Us

প্রবাস খবর

বাংলাদেশিদের জন্য আবারও খুলল আমিরাতের ভিজিট ভিসার দরজা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৪ মে ২০২৫, ১৯:৫৭

বাংলাদেশিদের জন্য আবারও খুলল আমিরাতের ভিজিট ভিসার দরজা

লুৎফে সিদ্দিকীর সঙ্গে বৈঠকে রাষ্ট্রদূত আব্দুল্লাহ আলি আলহামুদি। ছবি : সংগৃহীত

দীর্ঘ অপেক্ষার পর অবশেষে বাংলাদেশি নাগরিকদের জন্য পুনরায় চালু হলো সংযুক্ত আরব আমিরাতের ভিজিট ভিসা ব্যবস্থা। ৪ মে (রোববার) ঢাকায় নিযুক্ত আমিরাতের রাষ্ট্রদূত আব্দুল্লাহ আলি আলহামুদি এ ঘোষণা দেন প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকীর সঙ্গে এক বৈঠকে।

প্রধান উপদেষ্টার প্রেস উইং এক বিবৃতিতে জানায়, দ্বিপক্ষীয় কূটনৈতিক তৎপরতার ফলেই ভিসা ইস্যুর প্রক্রিয়া আবার সচল হয়েছে।

রাষ্ট্রদূতের ভাষ্যমতে, বর্তমানে ঢাকাস্থ আমিরাত দূতাবাস প্রতিদিন ৩০ থেকে ৫০টি ভিজিট ভিসা প্রদান করছে। বিশেষ করে ব্যবসায়ী প্রতিনিধি দলগুলোর জন্য দলভিত্তিক (বাল্ক) ভিসা অনুমোদনের প্রক্রিয়া এখন আগের চেয়ে অনেক দ্রুত সম্পন্ন হচ্ছে, যা বাণিজ্যিক কার্যক্রমে গতি এনে দিচ্ছে।

আরও জানা গেছে, সংযুক্ত আরব আমিরাতের মানবসম্পদ মন্ত্রণালয় দক্ষ কর্মীদের জন্য আবার চালু করেছে অনলাইনভিত্তিক এমপ্লয়মেন্ট ভিসা সিস্টেম। এর আওতায় ইতোমধ্যে মার্কেটিং ম্যানেজার ও হোটেল সংশ্লিষ্ট বিভিন্ন পেশাজীবী ভিসা পেয়েছেন।

রাষ্ট্রদূত আলহামুদি এ সময় জানান, নিরাপত্তা খাতে নিয়োগের জন্য ৫০০ বাংলাদেশি কর্মীর ভিসা ইতিমধ্যে ইস্যু করা হয়েছে এবং আরও ১,০০০ জনের ভিসা শিগগিরই ইস্যু করা হবে বলে জানিয়েছেন।

বৈঠকে দু’দেশের অর্থনৈতিক সম্পর্ক আরও দৃঢ় করতে সিইপিএ (Comprehensive Economic Partnership Agreement) আলোচনার অগ্রগতি নিয়েও আলোচনা হয়। দুই পক্ষ এরই মধ্যে টার্মস অব রেফারেন্সে একমত হয়েছে বলে জানা গেছে।

এই প্রেক্ষাপটে চলতি মাসের শেষ দিকে আমিরাতের মন্ত্রিসভার একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের বাংলাদেশ সফরের সম্ভাবনাও রয়েছে, যা দ্বিপক্ষীয় সহযোগিতার নতুন দ্বার খুলে দিতে পারে।

বিশেষ দূত লুৎফে সিদ্দিকী রাষ্ট্রদূতকে ধন্যবাদ জানিয়ে বলেন, এই অগ্রগতি প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন সুযোগের দ্বার উন্মোচন করবে।

Logo