রিয়াদে বাংলাদেশিদের মধ্যে বাড়ছে অপহরণ-ছিনতাই, উদ্বেগে প্রবাসীরা

অনলাইন ডেস্ক
প্রকাশ: ১১ মে ২০২৫, ২০:৩৭

সৌদি আরবের রাজধানী রিয়াদে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের মধ্যে দিন দিন বাড়ছে অপহরণ, ছিনতাই ও চাঁদাবাজির মতো অপরাধ। বিশেষ করে বাংলাদেশি অধ্যুষিত হারা, হায়েল উজারা, বাতহা ও আশপাশের এলাকাগুলোতে এসব অপরাধ সংগঠিত হচ্ছে, যেখানে অপরাধীদের বড় অংশই বাংলাদেশি বলেই প্রবাসীদের অভিযোগ।
গত কয়েক মাসে এমন একাধিক ঘটনা সামনে এসেছে। এর মধ্যে সবচেয়ে আলোচিত একটি ঘটনা ঘটে ১৯ এপ্রিল গভীর রাতে। রিয়াদের হায়েল উজারা (হারা) এলাকায় প্রবাসী ব্যবসায়ী আব্বাস উদ্দিনের বাসায় হামলা চালায় একদল দুষ্কৃতিকারী। তারা বাসায় ঢুকে ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায় আব্বাস উদ্দিন ও তার ছেলে শাহরিয়ারের ওপর। শাহরিয়ার চলতি বছর এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে এবং বর্তমানে হাসপাতালে শুয়েই পরীক্ষা দিতে হচ্ছে তাকে। হামলাকারীরা বাসার মালামাল ও নগদ অর্থ লুট করে নিয়ে যায়।
আব্বাস উদ্দিনের ছোট ভাই ও বাংলাদেশের লক্ষ্মীপুর জেলার কমলনগর উপজেলার চর পলকন ইউনিয়নের চেয়ারম্যান মোশারফ হোসেন জানিয়েছেন, তিনি ঘটনাটি সম্পর্কে অবগত এবং সৌদি পুলিশ বিষয়টি তদন্ত করছে।
আরেক প্রবাসী বাংলাদেশি, রামগঞ্জ উপজেলার কেতুড়ী গ্রামের নূর আলম সবুজ, সম্প্রতি ভয়াবহ অপহরণের শিকার হয়েছেন। তিনি রিয়াদে একজন ট্যাক্সিচালক হিসেবে কাজ করছিলেন। ইশারা খাজ্জান মেট্রো স্টেশন থেকে যাত্রী তোলার পর তিনি যাত্রীবেশে থাকা অপহরণকারীদের কবলে পড়েন। প্রথমে তার কাছে থাকা ১৬ হাজার ২৫০ রিয়াল ছিনিয়ে নেওয়া হয়, পরে দেশে থাকা তার পরিবারের কাছ থেকে বিকাশ ও অন্যান্য মাধ্যমে প্রায় ১০ লাখ টাকা মুক্তিপণ আদায় করা হয়। পুরো টাকা পরিশোধের পর অপহরণকারীরা তাকে ছেড়ে দেয়।
অপরাধে বাংলাদেশি চক্র জড়িত, ভাবমূর্তির শঙ্কা
সৌদি আরবে বর্তমানে প্রায় ৩২ লাখ বাংলাদেশি শ্রমিক কাজ করছেন। তাঁদের পাঠানো রেমিট্যান্স বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখে। কিন্তু রিয়াদে সম্প্রতি ঘনঘন ঘটতে থাকা এই ধরনের অপরাধের কারণে শুধু ব্যক্তি নিরাপত্তাই নয়, দেশ ও প্রবাসী শ্রমবাজারের ভবিষ্যৎ নিয়েও উদ্বেগ দেখা দিয়েছে।
রিয়াদ প্রবাসী সংবাদকর্মীরা জানান, অপরাধে জড়িত অনেকেই বাংলাদেশি, যারা দীর্ঘদিন ধরে স্থানীয়ভাবে অপরাধচক্র গড়ে তুলেছে। এভাবে চলতে থাকলে সৌদি সরকার বাংলাদেশি শ্রমিক নিয়োগে সতর্ক হতে পারে, যার ফলে বাংলাদেশের শ্রমবাজার সংকুচিত হওয়ার আশঙ্কা রয়েছে।
দূতাবাসের হস্তক্ষেপ কামনা প্রবাসীদের
এই পরিস্থিতি মোকাবিলায় প্রবাসীরা দ্রুত ও কার্যকর পদক্ষেপ নিতে বাংলাদেশ দূতাবাসের প্রতি আহ্বান জানিয়েছেন। তারা মনে করেন, সৌদি প্রশাসনের সঙ্গে সমন্বয়ে অপরাধীদের শনাক্ত করে দ্রুত বিচার নিশ্চিত না করা গেলে পরিস্থিতি আরও নাজুক হবে। একই সঙ্গে প্রবাসী বাংলাদেশিদের সম্মান ও নিরাপত্তা নিশ্চিত করতে রাষ্ট্রীয় পর্যায়ে কূটনৈতিক তৎপরতাও জরুরি বলে মনে করছেন অনেকে।
প্রবাসীদের বক্তব্যে একটি বার্তাই স্পষ্ট—দেশের ভাবমূর্তি ও রেমিট্যান্স নির্ভর অর্থনীতি রক্ষায় রিয়াদে এসব অপরাধ বন্ধ করতে এখনই কঠোর পদক্ষেপ নিতে হবে।