Logo
×

Follow Us

প্রবাস খবর

প্রবাসীদের জন্য সুখবর দিল সৌদি সরকার

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৯ জুন ২০২৫, ১৯:২১

প্রবাসীদের জন্য সুখবর দিল সৌদি সরকার

সৌদি আরবের ভিসা

সৌদি আরবে অবস্থানরত যেসব প্রবাসীর ভিজিট ভিসার মেয়াদ ইতোমধ্যেই উত্তীর্ণ হয়েছে, তাদের জন্য আশার আলো জ্বলেছে। দেশটির পাসপোর্ট অধিদপ্তর (জাওয়াজাত) নতুন এক উদ্যোগের আওতায় জানিয়েছে, এখন থেকে এসব প্রবাসী মাত্র ৩০ দিনের মধ্যে নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করে বৈধভাবে নিজ দেশে ফিরতে পারবেন। সৌদি গ্যাজেটের বরাতে জানা যায়, এ সিদ্ধান্ত কার্যকর হয়েছে ২৬ জুন থেকে, যা হিজরি বর্ষপঞ্জিতে ১ মহররম হিসেবে বিবেচিত।

জাওয়াজাতের ঘোষণায় বলা হয়েছে, যাদের ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে, তারা নির্ধারিত ফি ও জরিমানা পরিশোধের মাধ্যমে ‘ফাইনাল এক্সিট’ বা চূড়ান্ত প্রস্থান অনুমতির জন্য আবেদন করতে পারবেন। তবে এ সুযোগ সীমিত সময়ের জন্য — আবেদন জমা দেওয়ার সময়সীমা ৩০ দিনের মধ্যে।

পাসপোর্ট অধিদপ্তরের বিবৃতিতে আরও জানানো হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে আবেদন না করলে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা কিংবা অতিরিক্ত জরিমানার মুখে পড়তে হতে পারে।


যেভাবে আবেদন করতে হবে

আবেদনকারীদেরকে সৌদি সরকারের ডিজিটাল সেবা প্ল্যাটফর্ম ‘আবশের’-এর মাধ্যমে আবেদন করতে হবে। প্ল্যাটফর্মটির ‘তাওয়াসুল’ সেবা ব্যবহার করে সহজেই আবেদনপত্র জমা দেওয়া যাবে। যারা অনলাইনে আবেদন করতে পারছেন না, তারা পরিচিত কাউকে দিয়ে কিংবা নিকটবর্তী অনুমোদিত ভিসা সেবা কেন্দ্রে যোগাযোগ করে সহায়তা নিতে পারেন। প্রয়োজনে সাইবার ক্যাফের সাহায্যও নেওয়া যেতে পারে।

সৌদি সরকার ইতিপূর্বেও বিদেশি নাগরিকদের শান্তিপূর্ণ ও শাস্তিমুক্ত প্রত্যাবর্তনের সুযোগ দিয়েছে। এবারও জাওয়াজাত কর্তৃপক্ষ প্রবাসীদের প্রতি আহ্বান জানিয়েছে, ভিসা মেয়াদোত্তীর্ণ হলেও নির্ধারিত সুযোগের সদ্ব্যবহার করে দেশে ফিরতে যেন পিছপা না হন।

Logo