Logo
×

Follow Us

প্রবাস খবর

পাঁচ লাখ বিদেশি কর্মী নিয়োগ দেবে ইতালি, বাংলাদেশিদের জন্য নতুন সুযোগ

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০২ জুলাই ২০২৫, ১৯:১৬

পাঁচ লাখ বিদেশি কর্মী নিয়োগ দেবে ইতালি, বাংলাদেশিদের জন্য নতুন সুযোগ

ইতালিতে পাঁচ লাখ বিদেশী শ্রমিক নিয়োগের ঘোষনা

ইতালি সরকার আগামী তিন বছরে (২০২৬-২০২৮) প্রায় পাঁচ লাখ বিদেশি শ্রমিক নিয়োগের ঘোষণা দিয়েছে। সাম্প্রতিক একটি রোডম্যাপে এই কর্মসংস্থান পরিকল্পনার কথা জানানো হয়, যেখানে বাংলাদেশসহ মোট ৩৪টি দেশের নাগরিকদের অংশগ্রহণের সুযোগ থাকবে। সংশ্লিষ্ট খাতে কর্মসংস্থানের এই উদ্যোগকে বাংলাদেশিদের জন্য এক অসাধারণ সুযোগ হিসেবে দেখা হচ্ছে।

সরকারি ঘোষণায় বলা হয়েছে, কৃষি, শিল্প ও পর্যটন খাতসহ বিভিন্ন ক্ষেত্রে শ্রমঘাটতি পূরণে প্রতি বছর বিপুলসংখ্যক বিদেশি কর্মীর প্রয়োজন হচ্ছে। এই প্রেক্ষিতে ২০২৬ সাল থেকে শুরু করে তিন বছরে মোট ৪ লাখ ৯৭ হাজার ৫৫০ জন কর্মী নিয়োগ দেওয়া হবে। ২০২৬ সালে ইতালি প্রথম দফায় ১ লাখ ৬৪ হাজার ৮৫০ জন শ্রমিক নেবে।

ইতোমধ্যে সম্ভাব্য আবেদন গ্রহণের তারিখও নির্ধারণ করা হয়েছে: এর মধ্যে আগামী বছরের ১২ জানুয়ারি: কৃষি খাতের জন্য আবেদন শুরু, ৯ ফেব্রুয়ারি: পর্যটন খাত, ১৬ ফেব্রুয়ারি: স্থায়ী ও স্ব-কর্মসংস্থানের ক্ষেত্র, ১৮ ফেব্রুয়ারি: দক্ষ ও অভিজ্ঞ কর্মীদের আবেদন গ্রহণ করা হবে। 

এই চারটি ক্ষেত্রেই বাংলাদেশিদের জন্য সুযোগ রয়েছে। প্রবাসী ও অভিবাসন বিশেষজ্ঞদের মতে, যোগ্যতা অনুযায়ী আবেদন করলে বহু বাংলাদেশি এ কর্মসূচির আওতায় ইতালিতে বৈধভাবে কাজের সুযোগ পাবেন।

গত কয়েক বছরে অনেক বাংলাদেশি উন্নত জীবনের আশায় ইতালির স্পন্সর ভিসা পাওয়ার চেষ্টা করেছেন। কেউ কেউ সফল হলেও, অনেকে পড়েছেন প্রতারণা ও দুর্ভোগের ফাঁদে। তাই নতুন এই নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে ইচ্ছুকদের সতর্কতা ও সচেতনতার সঙ্গে এগিয়ে যাওয়ার পরামর্শ দিচ্ছেন অভিজ্ঞজনেরা।

প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ইতোমধ্যে এ ঘোষণা নিয়ে ব্যাপক আগ্রহ ও আশার সৃষ্টি হয়েছে। সঠিক দিকনির্দেশনা ও প্রক্রিয়া মেনে আবেদন করলে এই কর্মসূচি হতে পারে অভিবাসনে আগ্রহী বাংলাদেশিদের জন্য একটি যুগান্তকারী সুযোগ।


Logo