Logo
×

Follow Us

প্রবাস খবর

মালয়েশিয়ার ভিসা নিয়ে বাংলাদেশিদের জন্য বড় সুখবর

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৬ জুলাই ২০২৫, ১৬:৩৭

মালয়েশিয়ার ভিসা নিয়ে বাংলাদেশিদের জন্য বড় সুখবর

মালয়েশিয়ায় কর্মরত বাংলাদেশি শ্রমিকদের জন্য বহুল প্রত্যাশিত মাল্টিপল এন্ট্রি ভিসা সুবিধা অবশেষে চালু হয়েছে। দেশটির সরকার ১০ জুলাই এ সংক্রান্ত একটি পরিপত্র জারি করেছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল।

এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত মে মাসে মালয়েশিয়া সফরের সময় অধ্যাপক আসিফ নজরুল এবং প্রধান উপদেষ্টার আন্তর্জাতিকবিষয়ক দূত লুৎফে সিদ্দিকীর নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল দেশটির স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে মিলিত হন। বৈঠকে বাংলাদেশি কর্মীদের বারবার যাতায়াত সংক্রান্ত সমস্যার বিষয়টি গুরুত্বসহকারে উপস্থাপন করা হয়।

আলোচনার ফলস্বরূপ মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগের মহাপরিচালকের স্বাক্ষরে ১০ জুলাই জারিকৃত পরিপত্রে মাল্টিপল এন্ট্রি ভিসা সুবিধা অনুমোদন করা হয়।

অধ্যাপক নজরুল জানান, “পূর্বে শুধুমাত্র সিঙ্গেল এন্ট্রি ভিসা থাকায় বাংলাদেশি শ্রমিকদের দেশে যাওয়া-আসার ক্ষেত্রে নানা বাধার সম্মুখীন হতে হতো। এখন থেকে যাঁদের বৈধ টেম্পোরারি এমপ্লয়মেন্ট ভিজিট পাস (পিএলকেএস ) রয়েছে, তাঁরা পুনরায় মাল্টিপল ভিসার জন্য আবেদন না করেই দেশে যাওয়া-আসা করতে পারবেন।”

তিনি আরও জানান, যাঁদের ইতোমধ্যে সিঙ্গেল এন্ট্রি ভিসা ও পিএলকেএস পাস রয়েছে, তাঁদের পিএলকেএস নবায়নের সময় নতুন মাল্টিপল ভিসা স্বয়ংক্রিয়ভাবে ইস্যু হয়ে যাবে।

মালয়েশিয়ার বিভিন্ন আন্তর্জাতিক বিমানবন্দর ও সীমান্ত চেকপয়েন্টগুলোতে পরিপত্রের নির্দেশনা পৌঁছে দেওয়া হয়েছে, যাতে ভ্রমণ সংক্রান্ত কোনো জটিলতা না থাকে।

অধ্যাপক আসিফ নজরুল বলেন, “মালয়েশিয়া ১৫টি দেশ থেকে শ্রমিক নিয়োগ করলেও এতদিন শুধুমাত্র বাংলাদেশিদের জন্য মাল্টিপল ভিসা চালু ছিল না। এতে আমাদের কর্মীরা অনাকাঙ্ক্ষিত ভোগান্তিতে পড়েছিলেন। এখন তাঁদের জন্য এটা বড় ধরনের স্বস্তির বিষয়।”

এই সিদ্ধান্তকে বাংলাদেশি প্রবাসীদের জন্য একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে, যা ভবিষ্যতে দুই দেশের শ্রমবাজার সম্পর্ককে আরও দৃঢ় করবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

Logo