Logo
×

Follow Us

প্রবাস খবর

মালয়েশিয়ার যেখানে জুমার নামাজ না পড়লে জেল-জরিমানা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৩ আগস্ট ২০২৫, ১৯:০৩

মালয়েশিয়ার যেখানে জুমার নামাজ না পড়লে জেল-জরিমানা

মালয়েশিয়ার তরেংগানু প্রদেশে বৈধ কারণ ছাড়া জুমার নামাজে অনুপস্থিত মুসলিম পুরুষদের বিরুদ্ধে এখন সর্বোচ্চ দুই বছর কারাদণ্ড বা ৩ হাজার রিঙ্গিত জরিমানার বিধান কার্যকর হয়েছে। সোমবার প্রাদেশিক কর্তৃপক্ষ জানিয়েছে, শরিয়াহ ক্রিমিনাল অফেন্সেস (তাকযির) আইনের অধীনে এই শাস্তি কার্যকর হবে।


রক্ষণশীল প্যান-মালয়েশিয়ান ইসলামিক পার্টি (পাস) শাসিত প্রদেশটির নির্বাহী কাউন্সিল সদস্য মোহাম্মদ খালিল আবদুল হাদি বলেন, একবার নামাজ বাদ দিলেই তা অপরাধ গণ্য হবে। এর আগে টানা তিনবার নামাজ বাদ পড়লে শাস্তি দেওয়া হতো।


আইনটি সমালোচনার মুখে পড়েছে। মানবাধিকারকর্মী ফিল রবার্টসন একে ধর্মীয় স্বাধীনতার লঙ্ঘন বলে উল্লেখ করেছেন এবং প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমকে আইনটি প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন। সমালোচকেরা বলছেন, সচেতনতা বৃদ্ধি যথেষ্ট ছিল, অপরাধ হিসেবে দণ্ডনীয় করা অপ্রয়োজনীয়।


তরেংগানুর এই আইন প্রথম চালু হয় ২০০১ সালে। পরে সংশোধন করে রোজা ভঙ্গ ও নারীদের হয়রানির মতো অপরাধে কঠোর শাস্তি যোগ করা হয়। মালয়েশিয়ায় মুসলমানদের ব্যক্তিগত ও পারিবারিক বিষয়ে শরিয়াহ আইন এবং নাগরিক আইন সমানভাবে কার্যকর।

Logo