Logo
×

Follow Us

প্রবাস খবর

অস্ট্রেলিয়ায় পড়তে গিয়ে লাশ হলেন বাংলাদেশি শিক্ষার্থী

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৫, ০০:২৮

অস্ট্রেলিয়ায় পড়তে গিয়ে লাশ হলেন বাংলাদেশি শিক্ষার্থী

নিহত আদিব ফারহান

অস্ট্রেলিয়ায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বাংলাদেশি শিক্ষার্থী মো. আদিব ফারহান (২০)। রবিবার ভোরে সকালের নাস্তা খেতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে।

আদিব ফেনীর ফুলগাজী উপজেলার দরবারপুর ইউনিয়নের জগৎপুর গ্রামের মোশাররফ হোসেনের ছেলে। ছয় মাস আগে উচ্চশিক্ষার জন্য তিনি অস্ট্রেলিয়ায় পাড়ি জমান। 

পরিবারের সূত্র বলছে, ভোরে চার বন্ধুর সঙ্গে নাশতা খেতে বের হয়েছিলেন আদিব। পথে তাদের প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। সবাই গুরুতর আহত হন। পরে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক আদিবসহ দুই শিক্ষার্থীকে মৃত ঘোষণা করেন। বাকি দুজন চিকিৎসাধীন রয়েছেন।

আদিবের চাচা আবুল হাসনাত জানান, পরিবারের বড় ছেলে তিনি। এ–লেভেল ও ও–লেভেল শেষ করে অস্ট্রেলিয়ায় পড়াশোনার জন্য  যান। মাত্র দুই মাস আগে দেশে ছুটি কাটিয়ে গিয়েছিলেন। সন্তানের মৃত্যুর খবরে মা বারবার অচেতন হয়ে পড়ছেন, আর বাবা নির্বাক হয়ে আছেন।

এ ঘটনায় অস্ট্রেলিয়ায় প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে। মরদেহ দ্রুত দেশে ফেরাতে সরকারের সহযোগিতা কামনা করেছে শোকাহত পরিবার।

Logo