Logo
×

Follow Us

প্রবাস খবর

দালালের খপ্পরে পড়ে সর্বশান্ত প্রবাসী নিরব

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৫, ২৩:১৩

এক বুক স্বপ্ন নিয়ে দুবাই পাড়ি জমিয়েছিলেন মানিকগঞ্জের দৌলতপুরের নিরব হোসেন। ভেবেছিলেন অভাবের সংসারে ফিরবে সচ্ছলতা। শুরুতে কাজ পেলেও আশানুরূপ বেতন না পাওয়ায় হতাশ হয়ে পড়েন তিনি।


এই সময়ে পরম বন্ধুর মতো পাশে দাঁড়ান আরেক প্রবাসী বাংলাদেশি। প্রতিশ্রুতি দেন, নিজের কোম্পানিতে ভালো বেতনের চাকরি দেবেন নিরবকে। নিরবও বিশ্বাস করে ৪৫ থেকে ৫০ ডিগ্রি তাপমাত্রায় রক্ত-ঘাম ঝরিয়ে উপার্জিত সব টাকা তুলে দেন তার হাতে।


কিন্তু প্রতিশ্রুতির বরখেলাপ করে দালাল আলমগীর। ৩ লাখ ৫০ হাজার টাকা আত্মসাৎ করে উধাও হয়ে যায় সে। ফলে অবৈধ হয়ে পড়েন নিরব। পুলিশের ভয়ে খেয়ে না খেয়ে পালিয়ে দিন কাটাতে হয় তাকে। দালালের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলে উল্টো হুমকি পান তিনি।


অবশেষে খালি হাতেই দেশে ফিরতে হয় নিরবকে। এরপর খুঁজে বের করেন দালাল আলমগীরের বাড়ি—মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলায়। কিন্তু কোনো প্রতিকার পাননি। কারণ টাকা দেওয়ার কোনো লিখিত প্রমাণ ছিল না নিরবের কাছে।


এভাবেই দালালের খপ্পরে পড়ে প্রতিনিয়ত সর্বশান্ত হয়ে দেশে ফিরছেন হাজারো প্রবাসী। স্বপ্ন পূরণের আশায় ভিটে–বাড়ি বিক্রি করে বিদেশে গেলেও শেষ পর্যন্ত প্রতারণার ফাঁদে পড়ে শূন্য হাতে ফিরে আসতে হচ্ছে তাদের।

Logo