৩০ এপ্রিল কাতারে এশিয়ান মেগা কনসার্ট, গাইবেন জেমস
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৫, ২১:০৪
ছবি: সংগৃহীত
আগামী ৩০ এপ্রিল কাতারে অনুষ্ঠিত হতে যাচ্ছে এশিয়ান মেগা কনসার্ট। লাইভ এ কনসার্টটির আয়োজন করতে যাচ্ছে কাতারে বাংলাদেশি মালিকানাধীন ব্যবসাপ্রতিষ্ঠান দ্য রয়েল আকসা রেস্টুরেন্ট।
কনসার্টটিতে গান পরিবেশন করবেন বাংলাদেশের জনপ্রিয় কণ্ঠ শিল্পী নগর বাউল জেমস। বাংলাদেশ থেকে আরও একঝাঁক তারকা অংশ নিবেন মেগা কনসার্টে। তারা হলেন- বিদ্যা সিনহা মিম, ববি হক, বেইলি আফরোজ, রিপা, ইজাজ, আরফান, ইউসুফসহ আরও অনেকে।
কাতারের স্থানীয় সময় মঙ্গলবার রাত ১০টায় দোহা নাজমা দ্যা রয়েল আকসা রেস্টুরেন্টে এশিয়ান মেগা কনসার্ট নিয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করেন অনুষ্ঠানটির আয়োজক দ্যা রয়েল আকসা রেস্টুরেন্টের স্বত্বাধিকারীরা সোহরাব হোসেন সরকার।
সংবাদ সম্মেলন পরিচালনা করেন কাতার প্রবাসী সাংবাদিক এম এ সালাম। এতে আরও উপস্থিত ছিলেন কাতার বাংলাদেশ কমিউনিটির সাধারণ সম্পাদক আমিন রসুল সাইফুল।
কাতারের সানাইয়া এশিয়ান টাউন এম্ফিথিয়েটারে অনুষ্ঠাতব্য এই কনসার্টে গেট ওপেন হবে ৩০ এপ্রিল বুধবার বিকেল ৪টায়। শো শুরু হবে সন্ধ্যা ৬টায়। অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন আরশিয়া আলম।
ভিভিআইপি, গোল্ড ও সিলভারসহ ৫ ধরনের টিকিট রাখা হয়েছে অনুষ্ঠানটি উপভোগ করার জন্য। এর মধ্যে কাতারে বাংলাদেশি মালিকানাধীন বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে টিকিট বিক্রি শুরু হয়েছে।
নগর বাউল জেমসের গান লাইভ দেখার জন্য ১০ হাজারের বেশি কাতার প্রবাসী বাংলাদেশি দর্শক কনসার্টটি উপভোগ করবেন এমনটা আশা আয়োজকদের।

